সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
টঙ্গীতে গার্মেন্টসে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক রাজাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত মো: রেজাউল করিম ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মহড়া বিশ্ববিদ্যালয় দিবসে জাবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ : প্লাস্টিকের বিনিময়ে চারাগাছ বানারীপাড়ায় ভূয়া লাইসেন্স দেখিয়ে ‘শাহারিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এর অবৈধ লেনদেন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের টহল জোরদার পঞ্চম বারের মতো পিছিয়ে ২৫ ফেব্রুয়ারিতে ব্রাকসু নির্বাচন পূবাইলে প্রতিষ্ঠানে নেই ছাত্রছাত্রী, মিথ্যা তথ্য দিয়ে শিক্ষা অফিস থেকে বই উত্তোলনের অভিযোগ টঙ্গীতে সরকারী হাসপাতালের ডাস্টবিনে নবজাতকের লাশ পুঠিয়ায় খানাখন্দ আর ফুটপাত দখলে নাকাল মহাসড়ক, চরম ঝুঁকিতে জনজীবন কমলনগরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু ঈদগাঁওয়ে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আংশিক কমিটি ঘোষণা কচুছড়ি মুখ থেকে দেড় লাখের কাছাকাছি মূল্যের ভারতীয় অবৈধ মালামাল আটক দেশনেত্রীর অসমাপ্ত কাজ ও গণতন্ত্র পুনরুদ্ধারে শপথ নিতে হবে : ডা. জাহিদ গাজীপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক মধ্যনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী-সমর্থক সম্মেলন সুনামগঞ্জের মধ্যনগরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে পথপ্রাণীদের নীরব অভিভাবক ‘এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি’

পঞ্চম বারের মতো পিছিয়ে ২৫ ফেব্রুয়ারিতে ব্রাকসু নির্বাচন

মো: পারভেজ সেখ, বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন আবারও পিছিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে পঞ্চম দফায় তফসিল পরিবর্তন করে ২৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এ নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা আরও বেড়েছে।

রোববার (১১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, নির্বাচন কমিশনার ও শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নির্বাচন কমিশনের দায়িত্বে সাময়িক পরিবর্তনের বিষয়টিও জানানো হয়।

সভা শেষে জানানো হয়, ব্রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ছাত্র উপদেষ্টা ড. মো. ইলিয়াছ প্রামাণিক। তবে পরবর্তী সিন্ডিকেট সভা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানা ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ১১ ডিসেম্বর ব্রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহ্জাহান পদত্যাগ করেন। তার পদত্যাগের পর নির্বাচন কমিশনের নেতৃত্বে শূন্যতা তৈরি হয়েছিল।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ব্রাকসু নির্বাচনের জন্য নতুন করে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী এ ধরনের গুরুত্বপূর্ণ নিয়োগ দিতে হলে সিন্ডিকেট সভার অনুমোদন প্রয়োজন। কিন্তু সিন্ডিকেট সভা এখনো অনুষ্ঠিত না হওয়ায় তাৎক্ষণিকভাবে নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, নির্বাচন কার্যক্রম যাতে পুরোপুরি স্থবির হয়ে না পড়ে এবং চলমান প্রস্তুতি অব্যাহত রাখা যায়, সে জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে সহযোগী অধ্যাপক মাসুদ রানাকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হলে আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, ব্রাকসু নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা নিয়ে যেসব আপত্তি ও অসংগতি উঠেছে, সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে। নির্বাচন কমিশনের সদস্যরা সম্মিলিতভাবে প্রতিটি আপত্তি যাচাই করে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন, যাতে কোনো বৈধ ভোটার বাদ না পড়ে এবং অনিয়মের সুযোগ না থাকে। সব আপত্তি নিষ্পত্তির পর একটি নির্ভুল ও গ্রহণযোগ্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকার ভিত্তিতেই নির্বাচন আয়োজনের পরবর্তী ধাপগুলো সম্পন্ন করা হবে এবং ২৫ ফেব্রুয়ারি ব্রাকসু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পুনর্গঠিত তফসিল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত হলেও প্রায় ১৭ বছরেও বেরোবিতে একবারও কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। গত জুলাইয়ে আন্দোলনের মুখে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের ফলে গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর স্বাক্ষরে জারি করা গেজেটের মাধ্যমে “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯”-এ ব্রাকসু সংযুক্তির নির্দেশনা দেওয়া হয়।

এরপর গত বছরের ১৮ নভেম্বর প্রথমবারের মতো ব্রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল ২৯ ডিসেম্বর। শীতকালীন ছুটির কারণে তারিখ এগিয়ে আনার দাবিতে শিক্ষার্থীদের একাংশ আন্দোলনে নামলে দ্বিতীয় দফা তফসিলে ২৪ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করা হয়। তবে ভোটার তালিকায় অসংগতি দেখিয়ে ১ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে নির্বাচন স্থগিত করা হয়। পরে ৩ ডিসেম্বর পুনরায় তফসিল ঘোষণা করা হলেও জাতীয় নির্বাচনের কারণে শেষ পর্যন্ত ২৪ ডিসেম্বরের নির্বাচনও স্থগিত করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩