বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন? নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান : চেয়ারম্যান, মেম্বারের সিলমোহর উদ্ধার, একজনকে জরিমানা নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের বাসর রাতে মুখ ধোয়ার পর ‘বদলে গেল’ কনে, অতঃপর… মান্দায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, তিনজন আহত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পাঁচ শতাধিক ঘর বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন তসলিম তালুকদার লালমনিরহাটে ডিবি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ডিউক অব এডিনবার্গের গোল্ড অ্যাওয়ার্ড পেলেন চবি’র পাঁচ শিক্ষার্থী কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ বন্দির ভোট দেওয়ার আবেদন আমরা কোনো রাজনীতিক দলের তাঁবেদার নই আমরা একমাত্র আল্লাহ তাঁবেদার : ছারছিনা পীর জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা খুলনায় যৌথ বাহিনীর অভিযান : বিদেশি অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

বানারীপাড়ায় ভূয়া লাইসেন্স দেখিয়ে ‘শাহারিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এর অবৈধ লেনদেন

মোঃ সাইফুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নে অনুমোদনবিহীন ঋণদানকারী প্রতিষ্ঠান ‘শাহারিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরে চড়া সুদে অবৈধ আর্থিক লেনদেন পরিচালনা করে আসছে—এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক অভিযানে।

গত বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা সমবায় কর্মকর্তা ও প্রশাসনকে অবগত করে স্থানীয় সাংবাদিকরা প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালান।

অভিযানে জানা যায়, কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি বছরের পর বছর ধরে চড়া সুদে ঋণ প্রদান এবং এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিট) এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকার লেনদেন করে আসছে।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি সরকারি অনুমোদনের নামে ভুয়া নিবন্ধনপত্র ব্যবহার করছে। সাংবাদিকরা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামে অবস্থিত প্রতিষ্ঠানটির অফিসে গেলে কর্তৃপক্ষ ‘জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড কমার্স’-এর একটি মেয়াদোত্তীর্ণ ব্যবসা লাইসেন্স দেখালেও ক্ষুদ্র ঋণদান কিংবা আর্থিক লেনদেন পরিচালনার মতো কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেনি।

একপর্যায়ে অননুমোদিত প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ নেয়ামত (৩৮) সাংবাদিকদের ওপর রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করেন এবং দাম্ভিক ভঙ্গিতে হুমকি প্রদান করেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া সংবাদ প্রকাশে বাধা দিতে তিনি উপজেলার একাধিক শীর্ষ নেতার নাম ভাঙান এবং এক শ্রমিক নেতার মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা আবুর বাশার রাঢ়ী জানান, “শাহারিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে বানারীপাড়ায় কোনো সমবায় সমিতির নিবন্ধন নেই। ক্ষুদ্র ঋণ প্রদান বা এফডিআর পরিচালনার জন্য অবশ্যই মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA)-এর নিবন্ধন থাকতে হয়। এ ধরনের নিবন্ধন ছাড়া পরিচালিত সব ঋণ কার্যক্রম সম্পূর্ণ অবৈধ।”

প্রসঙ্গত, অতীতে বানারীপাড়ায় এ ধরনের একাধিক লাইসেন্সবিহীন আর্থিক প্রতিষ্ঠান সাধারণ মানুষের সঞ্চয়কৃত অর্থ আত্মসাৎ করে উধাও হয়ে গেছে। ফলে শাহারিন ওয়েলফেয়ার ফাউন্ডেশনে কষ্টার্জিত অর্থ জমা রেখে শতশত গ্রাহক এখন চরম উদ্বেগ ও অনিশ্চয়তায় ভুগছেন।

অন্যদিকে, গোপনে চড়া সুদে ঋণ গ্রহণ করে সুদসহ টাকা পরিশোধে ব্যর্থ হয়ে সর্বস্ব হারানোর পথে রয়েছে বহু পরিবার। এতে করে এলাকায় বাড়ছে ঋণগ্রস্ততা ও সামাজিক সংকট।

এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩