বুধবার, ১৬ Jul ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড যথাযথ মর্যাদায় পালিত হলো ভোলাহাটে জুলাই শহিদ দিবস আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে এফএইচ এসোসিয়েশনের মশারি বিতরন বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৫ পালিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কটিয়াদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে কারফিউ জারি কটিয়াদীতে জাতীয় ফল মেলার উদ্বোধন ববিতে জুলাই শহীদের স্মরনে কালোব্যাজ ধারন ও বৃক্ষরোপন কর্মসূচি পটুয়াখালী দুমকিতে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফস ক্লাইমেট অ্যাকশন প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত যথাযথ মর্যাদায় জুলাই শোক দিবস পালন করলো নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচবিবিতে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দুমকিতে অবকাঠামো থাকলেও নেই শিক্ষক-শিক্ষার্থী দুমকিতে বিএমএসএফ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে স্মরণসভা অনুষ্ঠিত প্রভাষক পদে নিয়োগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ও ৭ দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ বন্দর অবকাঠামো উন্নয়নে সিঙ্গাপুরকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা করলেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শরীয়তপুরের গোসাইরহাটে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

বেরোবিতে হঠাৎ বাড়ল সেমিস্টার ফি, শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও স্মারকলিপি প্রদান

 

মোঃ পারভেজ সেখ, বেরোবি প্রতিনিধিঃ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) হঠাৎ করে সেমিস্টার ফি বাড়ানোর ঘটনা ঘটেছে। এতে তীব্র ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।  প্রতিবাদে তারা মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি ও ফর্ম পূরণের ফি পুনর্বিবেচনার দাবি জানান। এছাড়া অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা ও ফি মওকুফের ব্যবস্থা গ্রহণ, এবং প্রতিটি সেমিস্টারের ফি প্রদানের সময় অন্তত ১৫ থেকে ২০ দিন আগে নির্ধারিত পরিমাণ জানিয়ে দেওয়ার দাবিও তুলে ধরেন তারা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্রে জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই সেমিস্টার ফি বাড়ানো হয়েছে। তবে বিষয়টি তখন শিক্ষার্থীদের নজরে না এলেও সম্প্রতি তা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। জানা গেছে, এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী উপাচার্যের মেয়াদকালে একাডেমিক কাউন্সিলে গৃহীত হয়েছিল।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষাথী সরণ সেমিস্টার ফি পুনঃবিবেচনার করার দাবি জানিয়ে  বলেন, আমাদের সেমিস্টার ফি শিক্ষার্থীদের অর্থনৈতিক অবস্থার কথা না ভেবেই, কোনো প্রকার নোটিশ ছাড়া হঠাৎ করেই  আশঙ্কাজনকহারে বাড়ানো হয়েছে। এতে বিপাকে পড়ছে বিশ্ববিদ্যালয়ের অনেক অসচ্ছল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বোঝা উচিত এখানে শুধু ধনী শ্রেণীর শিক্ষার্থীরা আসে না, অেক দরিদ্র শ্রেণীর শিক্ষার্থীও রয়েছে। আমরা চাই পূর্বের যে ফি ছিলো তার থেকেও যদি কমানো যায়, তাহলো ভালো নয়তো পূর্বেরটাই বহাল থাকুক।

শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শক প্রফেসর ড. মো. ইলিয়াস প্রামাণিক বলেন, “শিক্ষার্থীদের প্রতিটি ন্যায্য দাবির সঙ্গে আমরা একমত। আমরা ইতোমধ্যেই তাদের সঙ্গে কথা বলেছি এবং তাদের বক্তব্য শুনেছি। শিগগিরই একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং শিক্ষার্থীবান্ধব একটি সিদ্ধান্ত আশা করা যাচ্ছে।”

তবে তিনি সম্প্রতি বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্রের কথা তুলে ধরে   যে কোনো চেষ্টার বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেন এবং বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যাতে শান্ত থাকে, সেই দিকেও সকলকে নজর দিতে হবে।”

স্মারকলিপি প্রদান ও দাবির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমেও শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করছেন। বিষয়টি এখন পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩