শনিবার, ১৪ Jun ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
আক্কেলপুরের রুকিন্দিপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ ইসরাইলের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপ চান ইরানিরা, কুম শহরে বিক্ষোভ অসহায় রফিকুল ইসলামের পাশে আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদ-মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর সহায়তা চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাঁচবিবি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আক্কেলপুরে ওলামা বিভাগের উদ্যোগে গুরুত্বপূর্ণ ওলামা সমাবেশ অনুষ্ঠিত রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শিবগঞ্জের দেউলীতে এনসিপির গণসংযোগ ও লিফলেট বিতরণ ওয়ানডে নেতৃত্বে রদবদল: শান্ত বাদ, দায়িত্বে মিরাজ গৃহবধূর শরীরে গরম পানি নিক্ষেপ, গুরুতর দগ্ধ অবস্থায় ভর্তি ঢাকায় তিতাস নদীতে কোরবানির বর্জ্য ফেলে পরিবেশ দূষণ: মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সদরপুরে মোবাইল চুরির অপবাদে যুবককে মারধর, ইউপি সদস্য গ্রেফতার শিবগঞ্জে বেগম খালেদা জিয়া মহিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজাপুরে জমি দখলে দেশীয় অস্ত্রের মহড়া, পরিবার অবরুদ্ধ – জনমনে চরম আতঙ্ক

শিবগঞ্জে বিএনপির মাঠ সংস্কার,বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ

আরিফুল ইসলাম, শিবগঞ্জ,বগুড়াঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশজুড়ে নানা ধরনের সামাজিক স্বেচ্ছাসেবীমুলক কাজ করে যাচ্ছে বিএনপি নেতা-কর্মীরা। এরই ধারাবাহিকতায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে শিবগঞ্জ উপজেলা বিএনপি। উপজেলার মাঝিহট্ট চালুঞ্জা কালিতলা উচ্চ বিদ্যালয় খেলার মাঠ স্বেচ্ছাশ্রমে সংস্কার করে দিয়েছে উপজেলা বিএনপি।

এছাড়াও বিদ্যালয়ের চারপাশে প্রাকৃতিক পরিবেশ বজায় রাখতে বিভিন্ন প্রজাতির ঔষুধী, ভেষজ, ফলজসহ অন্তত শতাধিক বৃক্ষরোপণ করা হয়। সংস্কার শেষে উক্ত মাঠেই উপজেলা বিএনপির নেতাকর্মীরা সবুজ দল ও সাদা দলে বিভক্ত হয়ে প্রীতি ফুটবল ম্যাচ খেলেছেন।

সাদা দলের অধিনায়ক হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, সহ-অধিনায়ক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব।

অপরদিকে সবুজ দলে অধিনায়ক ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সহ-অধিনায়ক ছিলেন উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান। খেলাটি গোলশুন্য ড্র হয়।

০৮ জুন, ২০২৫- রবিবার মাটি ও বালু ভরাট করে মাঠটি সংস্কার, বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। প্রধান অতিথির সাথে মাঠ সংস্কার করেন উপজেলা বিএনপির দুই শতাধিক নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় এবং বর্ষা মৌসুমে পানির জলাবদ্ধতা থাকায় মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়েছে। এতে স্কুলের শিক্ষার্থী ও এলাকার তরুণ-যুবকেরা খেলাধুলা ও সুস্হ বিনোদন চর্চা থেকে বঞ্চিত।

এলাকাবাসী আরো জানান, স্হানীয় ফ্যাসিস্ট সরকারের এমপি, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের কাছে গিয়ে কোনো কাজ হয়নি। অবশেষে সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলমের নজরে আনলে তিনি বিএনপি নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মাঠটি সংস্কার করে দিলেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কয়েকটি ট্রাকে করে বিটবালু নিয়ে এসেছেন তারা। সেই বিটবালু দিয়ে তারা ভাগাভাগি করে নিচু জায়গায় ফেলে মাঠ সংস্কার করছেন। আবার কেউ ওই মাটি বস্তাতে করে মাঠের নিচু জায়গায় ফেলছেন। আবার কোথাও বেশি উঁচু-নিচু থাকলে কোদাল দিয়ে সেটা কেটে সমান করছেন। যারা এসব কাজে এগিয়ে এসেছেন তারা সবাই স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন এবং সবাই উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

এসময় উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, বিএনপি জনমানুষের দল। দেশব্যাপী সামাজিক কর্মকান্ডগুলোই তার প্রমাণ।কিশোর অপরাধ ঠেকাতে খেলার কোনো বিকল্প নেই। খেলার মাঠ না থাকায় বর্তমান প্রজন্ম খেলাধুলা থেকে বঞ্চিত। দীর্ঘদিন থেকে এ মাঠটি খেলার অনুপযোগী ছিল। আমরা সংবাদ পেয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমে মাঠটি সংস্কার করে দিলাম।

এসময় তিনি আরো বলেন, পতিত স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করে মেধা বিকাশে বাধা দিয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্রীড়াঙ্গনকে জাগ্রত করার উদ্যোগ নিয়েছে। তারেক রহমানের নির্দেশ অনুযায়ী গ্রামে-ওয়ার্ডে-শহরে সকল জায়গায় তরুন-যুবকদের শারিরিক ও মেধা বিকাশে খেলাধুলা ছড়িয়ে দিতে হবে। এজন্যই আমাদের এ উদ্যোগ।

এ সময় অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে আরো বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। জনমানুষের আকাঙ্খা পূরণ করতে ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, যুগ্ন সম্পাদক রোকন উদ্দ দ্দৌলা রুবেল, আব্দুল হান্নান, যুব বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল।

পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, সিনিয়র যুগ্ম সম্পাদক ফারুক আহম্মেদ, মাঝিহট্ট ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজার রহমান, সাধারণ সম্পাদক আকবর হোসেন।

শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মীর শাকরুল আলম সীমান্ত ও লন্ডনে অধ্যয়নরত মীর শাহে আলমের ছোট পুত্র মীর সাকলাইন আলম সীমান্ত।

আরো উপস্হিত ছিলেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের,

সাংগঠনিক সম্পাদক সামিউল হক আক্কাস, সিনিয়র সহ-সভাপতি রনি মিয়া,

পৌর যুবদলের সভাপতি আবু শাহিন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান হৃদয়, সিনিয়র যুগ্ম সম্পাদক বুলেট হোসেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি,

সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম সোহেল, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন,

পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হোসেন বাপ্পি, সাধারন সম্পাদক মেহেদী হাসান মেহেদী, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব কাজী, যুগ্ম সম্পাদক জনি মন্ডল।

উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুন, সাংগঠনিক সম্পাদক তারেক মিলু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ।

পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আলামিন, সাধারন সম্পাদক সাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, আগামীকাল সোমবার সৈয়দপুর ইউনিয়নের হাবিবপুর স্কুল এন্ড কলেজ মাঠ সংস্কার ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩