বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
শাওন বল, মাদারীপুর প্রতিনিধি :
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পূজা মণ্ডপে যেকোনো ধরনের আঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা বিএনপির আয়োজনে সনাতনধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, “পূজা মণ্ডপে যারা আঘাত করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়, তাদের এবার কঠোর জবাব দেয়া হবে। বিএনপি জনগণের পাশে আছে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এবারের পূজা উৎসবে পাহারা দেবে আমাদের নেতাকর্মীরা।”
সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতারা এবং সনাতনধর্মাবলম্বী জনসাধারণ উপস্থিত ছিলেন। বক্তারা পূজা উৎসব নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সকলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩