বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল নাসির নগরে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য টিএসসি তে পর্দা কর্নার উদ্বোধন কুড়িগ্রামে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে অগণিত শারীরিক উপকার

শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নামাজ মুসলমানদের জন্য ফরজ ইবাদত। তবে শুধু আধ্যাত্মিক নয়, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে শারীরিকভাবেও অনেক উপকার পাওয়া যায়। চিকিৎসাবিজ্ঞানীরা মনে করেন, নামাজের প্রতিটি ধাপই একধরনের ব্যায়াম, যা শরীরকে সুস্থ রাখতে সহায়ক।

নামাজের মধ্যে দাঁড়ানো, রুকু, সেজদা এবং বসার নিয়মিত অনুশীলন শরীরের পেশি, স্নায়ু ও হাড়কে সক্রিয় রাখে। বিশেষজ্ঞরা জানান, দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে শরীরের জয়েন্ট বা সন্ধিগুলো নরম ও নমনীয় থাকে। ফলে আর্থ্রাইটিস বা হাড়-সন্ধির ব্যথার ঝুঁকি অনেকটাই কমে যায়।

এছাড়া, সেজদার সময় মাথা নিচু করার কারণে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এর ফলে মনোযোগ, স্মৃতিশক্তি ও মানসিক শান্তি বজায় থাকে। চিকিৎসাবিদরা আরও বলেন, এ অবস্থায় রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং মাথাব্যথা বা মাইগ্রেনের ঝুঁকিও হ্রাস পায়।

রুকু ও সেজদার মাধ্যমে মেরুদণ্ড সোজা ও স্থিতিশীল থাকে। দীর্ঘসময় বসে থাকার কারণে অনেক সময় কোমর ও পিঠে ব্যথা হয়। নিয়মিত নামাজের অনুশীলন এ ধরনের ব্যথা কমাতে সাহায্য করে। তাছাড়া, নামাজের জন্য নিয়মিত উঠা-বসা শরীরকে চনমনে রাখে এবং অতিরিক্ত ক্যালোরি পোড়ায়, যা ওজন নিয়ন্ত্রণে রাখতেও সহায়ক।

শুধু তাই নয়, নামাজ পড়ার সময় শ্বাস-প্রশ্বাস ধীর ও ছন্দময় হয়। ফলে ফুসফুস ভালো থাকে এবং শরীরে অক্সিজেন সঞ্চালন বৃদ্ধি পায়। বিশেষজ্ঞরা মনে করেন, এটি একধরনের প্রাকৃতিক মেডিটেশন, যা দুশ্চিন্তা, উদ্বেগ ও মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক সুস্থতাও বজায় থাকে নামাজের মাধ্যমে—এমন মন্তব্য করেছেন চিকিৎসক ও স্বাস্থ্য গবেষকরা। তাই বলা যায়, প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ শুধু আত্মার প্রশান্তি নয়, শরীরকেও রাখে সুস্থ, সবল ও কর্মক্ষম।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩