শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জবি রোভার স্কাউট গ্রুপের নবনির্বাচিত সভাপতি ফিন্যান্স বিভাগের মাহবুব হাওলাদার

দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং সর্বাধিক প্রেসিডেন্ট’স রোভার স্কাউট (PRS) অ্যাওয়ার্ড প্রাপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিল ২০২৪-২৫ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৮ জুলাই ২০২৫) শুক্রবার জবি রোভার স্কাউট ডেনে সভাটি অনুষ্ঠিত হয়। প্রতি বছর সভা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে কাউন্সিলে নতুন সদস্যের আগমন ঘটে এবং সেই সাথে বিগত কাউন্সিল ভেঙে নতুন কাউন্সিল গঠন করা হয়।

উক্ত সভায় জবি রোভার স্কাউট গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি মো: রিফাত রায়হানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ড. মো: মিন্টু আলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত রোভার লিডারগণ (আরএসএল) এবং সাবেক সিনিয়র রোভার মেটগণ। এছাড়াও উপস্থিত ছিলেন রোভার-ইন-কাউন্সিল ২০২৪-২৫ এর কার্যকরী সদস্য অভিজিৎ বাড়ৈ, দায়িত্বপ্রাপ্ত সকল সিনিয়র রোভার মেটগণ এবং সদ্য নির্বাচিত হওয়া সিনিয়র রোভার মেটগণ (এসআরএম)।

সভায় সভাপতির অনুপতিক্রমে মো: মেহেদী হাসান সভার কার্যক্রম শুরু করেন এবং বিগত রোভার-ইন-কাউন্সিল ২০২৪-২৫ এর সকল দায়িত্ব প্রাপ্ত সিনিয়র রোভার মেটগণের মতামতের ভিত্তিতে সকল কাজের মূল্যায়ন করার মাধ্যমে পরিশেষে সভাপতি কাউন্সিল ভেঙে দেন এবং তারা সকলে নবনির্বাচিত এসআরএম দের জন্য শুভকামনা জানিয়েছেন।

সভায় সদ্য সাবেক এবং নবনির্বাচিত সকল সিনিয়র রোভারদের মাধ্যমে রোভার-ইন-কাউন্সিল ২০২৫-২৬ এর সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। উক্ত কাউন্সিলে সভাপতি হিসেবে নির্বাচিত হন মো: মাহবুব হাওলাদার এবং সাধারণ সম্পাদক মো: নাজমুল হোসেন।

জানা যায়, নবনির্বাচিত সভাপতি মাহবুব হাওলাদার জবির ফিন্যান্স বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী। সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মাহবুব জানান, “২০২২ সালে দীক্ষা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সঙ্গে আমার রোভারিং যাত্রা শুরু হয়। কোর্স ফর রোভার মেট সম্পন্ন করার পর ২০২৩-২৪ কাউন্সিলে আমি এস.আর.এম এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। পরবর্তীতে ২০২৪-২৫ কাউন্সিলে সহ-সভাপতির দায়িত্ব পালনের অভিজ্ঞতা অর্জন করি। এই অভিজ্ঞতা, নিষ্ঠা ও টিমওয়ার্কের ফলস্বরূপ ২০২৫-২৬ কাউন্সিলে আমাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে যা আমার জন্য গর্বের এবং একই সঙ্গে গুরুদায়িত্বপূর্ণ।

আমার লক্ষ্য একটি সুশৃঙ্খল, মানবিক ও নেতৃত্বগুণে সমৃদ্ধ রোভার ইউনিট গড়ে তোলা, যা দেশের রোভারিং ইতিহাসে একটি রোল মডেল হবে। আমার পরিকল্পনার মধ্যে রয়েছে:

১.নিয়মিত ক্রু মিটিং, ট্রেনিং ও ওয়ার্কশপ পরিচালনা ও P.R.S প্রস্তুতি ক্যাম্প।

২.কমিউনিটি সার্ভিস ও দেশের যেকোন দুর্যোগে সেবা প্রদান।

৩. রোভারিং এর দ্বারা নেতৃত্ব ও নৈতিকতা উন্নয়ন এবং নবাগতদের জন্য মেন্টরিং ও মনস্তাত্ত্বিক সহায়তা।

এই লক্ষ্যে পৌঁছাতে সবার সম্মিলিত সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন। আসুন, আমরা একসাথে গড়ে তুলি একটি শক্তিশালী, সেবাপ্রবণ ও আদর্শিক রোভার স্কাউট ইউনিট—যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গর্ব এবং জাতীয় রোভারিং-এর অনন্য দৃষ্টান্ত হবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩