রবিবার, ২০ Jul ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং সর্বাধিক প্রেসিডেন্ট’স রোভার স্কাউট (PRS) অ্যাওয়ার্ড প্রাপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিল ২০২৪-২৫ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৮ জুলাই ২০২৫) শুক্রবার জবি রোভার স্কাউট ডেনে সভাটি অনুষ্ঠিত হয়। প্রতি বছর সভা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে কাউন্সিলে নতুন সদস্যের আগমন ঘটে এবং সেই সাথে বিগত কাউন্সিল ভেঙে নতুন কাউন্সিল গঠন করা হয়।
উক্ত সভায় জবি রোভার স্কাউট গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি মো: রিফাত রায়হানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ড. মো: মিন্টু আলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত রোভার লিডারগণ (আরএসএল) এবং সাবেক সিনিয়র রোভার মেটগণ। এছাড়াও উপস্থিত ছিলেন রোভার-ইন-কাউন্সিল ২০২৪-২৫ এর কার্যকরী সদস্য অভিজিৎ বাড়ৈ, দায়িত্বপ্রাপ্ত সকল সিনিয়র রোভার মেটগণ এবং সদ্য নির্বাচিত হওয়া সিনিয়র রোভার মেটগণ (এসআরএম)।
সভায় সভাপতির অনুপতিক্রমে মো: মেহেদী হাসান সভার কার্যক্রম শুরু করেন এবং বিগত রোভার-ইন-কাউন্সিল ২০২৪-২৫ এর সকল দায়িত্ব প্রাপ্ত সিনিয়র রোভার মেটগণের মতামতের ভিত্তিতে সকল কাজের মূল্যায়ন করার মাধ্যমে পরিশেষে সভাপতি কাউন্সিল ভেঙে দেন এবং তারা সকলে নবনির্বাচিত এসআরএম দের জন্য শুভকামনা জানিয়েছেন।
সভায় সদ্য সাবেক এবং নবনির্বাচিত সকল সিনিয়র রোভারদের মাধ্যমে রোভার-ইন-কাউন্সিল ২০২৫-২৬ এর সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। উক্ত কাউন্সিলে সভাপতি হিসেবে নির্বাচিত হন মো: মাহবুব হাওলাদার এবং সাধারণ সম্পাদক মো: নাজমুল হোসেন।
জানা যায়, নবনির্বাচিত সভাপতি মাহবুব হাওলাদার জবির ফিন্যান্স বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী। সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মাহবুব জানান, “২০২২ সালে দীক্ষা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সঙ্গে আমার রোভারিং যাত্রা শুরু হয়। কোর্স ফর রোভার মেট সম্পন্ন করার পর ২০২৩-২৪ কাউন্সিলে আমি এস.আর.এম এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। পরবর্তীতে ২০২৪-২৫ কাউন্সিলে সহ-সভাপতির দায়িত্ব পালনের অভিজ্ঞতা অর্জন করি। এই অভিজ্ঞতা, নিষ্ঠা ও টিমওয়ার্কের ফলস্বরূপ ২০২৫-২৬ কাউন্সিলে আমাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে যা আমার জন্য গর্বের এবং একই সঙ্গে গুরুদায়িত্বপূর্ণ।
আমার লক্ষ্য একটি সুশৃঙ্খল, মানবিক ও নেতৃত্বগুণে সমৃদ্ধ রোভার ইউনিট গড়ে তোলা, যা দেশের রোভারিং ইতিহাসে একটি রোল মডেল হবে। আমার পরিকল্পনার মধ্যে রয়েছে:
১.নিয়মিত ক্রু মিটিং, ট্রেনিং ও ওয়ার্কশপ পরিচালনা ও P.R.S প্রস্তুতি ক্যাম্প।
২.কমিউনিটি সার্ভিস ও দেশের যেকোন দুর্যোগে সেবা প্রদান।
৩. রোভারিং এর দ্বারা নেতৃত্ব ও নৈতিকতা উন্নয়ন এবং নবাগতদের জন্য মেন্টরিং ও মনস্তাত্ত্বিক সহায়তা।
এই লক্ষ্যে পৌঁছাতে সবার সম্মিলিত সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন। আসুন, আমরা একসাথে গড়ে তুলি একটি শক্তিশালী, সেবাপ্রবণ ও আদর্শিক রোভার স্কাউট ইউনিট—যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গর্ব এবং জাতীয় রোভারিং-এর অনন্য দৃষ্টান্ত হবে।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩