শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাস এলাকায় এক নারীকে তার কথিত পরকীয়া প্রেমিকসহ অপ্রীতিকর অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ বিশ্ববিদ্যালয় প্রসাশন। ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে থেকে অপ্রীতিকর অবস্থায় ধরে প্রক্টর অফিসে নিয়ে যায় শিক্ষার্থীরা। পরবর্তীতে প্রক্টর অফিস থেকে তাদের পুলিশে সৌপর্দ করা হয়েছে।
কথিত প্রেমিক টাংগাইলের মির্জাপুর উপজেলার চামার ফতেহপুর এলাকার শুক্কুর আলীর ছেলে বিপ্লব মিয়া(২৫) এবং দুই সন্তানের জননী টাংগাইলের সন্তোষ এলাকার রুবেল মিয়ার স্ত্রী মোছা: কাজল বেগম (২৫)।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন জানান, তাদেরকে দুইজনকে অপ্রীতিকর অবস্থায় ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে শিক্ষার্থীরা। দুইজনের পরিবারের কাছে ঘটনাটি জানানো হয়েছে। পরবর্তীতে সন্তোষ পুলিশ ফাঁড়িতে তাদের সৌপর্দ করা হয়েছে। এইরকম ঘটনায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
উপস্থিত পুলিশ সদস্য মো. শামীম বলেন, প্রক্টর স্যারের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং তাদের দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাচ্ছি। পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩