বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ স্থগিতের নির্দেশ ইউজিসির নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন? নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান : চেয়ারম্যান, মেম্বারের সিলমোহর উদ্ধার, একজনকে জরিমানা নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের বাসর রাতে মুখ ধোয়ার পর ‘বদলে গেল’ কনে, অতঃপর… মান্দায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, তিনজন আহত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পাঁচ শতাধিক ঘর বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন তসলিম তালুকদার লালমনিরহাটে ডিবি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ডিউক অব এডিনবার্গের গোল্ড অ্যাওয়ার্ড পেলেন চবি’র পাঁচ শিক্ষার্থী কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ বন্দির ভোট দেওয়ার আবেদন আমরা কোনো রাজনীতিক দলের তাঁবেদার নই আমরা একমাত্র আল্লাহ তাঁবেদার : ছারছিনা পীর জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা

কুবিতে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ৯–১০ জানুয়ারি

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস’ নামক দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৯ ও ১০ জানুয়ারি, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর দেড়টায় বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আয়োজক কমিটি একটি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী। এছাড়াও, পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই সম্মেলনে দেশ-বিদেশের বিজ্ঞানী, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নেবেন। এবং সম্মেলনে উপস্থাপিত নির্বাচিত প্রবন্ধসমূহ বিশ্ববিদ্যালয় প্রকাশিত বিজ্ঞান সাময়িকীতে প্রকাশ করা হবে।

সম্মেলনে অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর এবং ফুল পেপার জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর। এছাড়া আর্লি বার্ড নিবন্ধনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর।

নিবন্ধন ফি স্থানীয় প্রতিনিধি ২২০০ টাকা (আর্লি বার্ড ২০০০), অতিথি ১২০০(আর্লি বার্ড ১০০০), শিক্ষার্থী ১২০০ (আর্লি বার্ড ১০০০) এবং বিদেশি প্রতিনিধিদের জন্য ১০০ মার্কিন ডলার (আর্লি বার্ড ৭৫ ডলার), বিদেশি শিক্ষার্থী নিবন্ধন ফি ৫০ ডলার (আর্লি বার্ড ২৫ ডলার)।

নিবন্ধন ফি জমা দেওয়ার নির্দেশনা : সোনালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখায় আইসিএমআরএস-২০২৬ নামে খোলা অ্যাকাউন্টে ফি জমা দিতে হবে। অ্যাকাউন্ট নাম : ICMRS-2026, অ্যাকাউন্ট নম্বর: ০১০০২৮১৩৬০৬৪১। এছাড়াও নির্ধারিত বিকাশ নম্বরে ফি জমা দেওয়া যাবে। বিকাশ নম্বর ০১৭৭২২৪৪৩৩০।

সম্মেলন আয়োজন কমিটির আহ্বায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ বলেন, ‘ আমাদের এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বাড়াবে এবং র‍যাংকিং-এ এগিয়ে নিয়ে আসবে। আমরা এখানে দেশ এবং দেশের বাহিরে গবেষণায় বেশিসংখ্যক সাইটেশন আছে এমন ব্যক্তিদের নিয়ে আসব এবং এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছেন। আশা করি আমরা ভালো একটি সেমিনার আয়োজন করতে সক্ষম হব, যেটা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।

সম্মেলন আয়োজন কমিটির সম্পাদক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব বলেন, ‘আমরা প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এত বড় কনফারেন্স আয়োজন করতে যাচ্ছি এবং আমরা খুব সামান্য একটা নিবন্ধন ফি রাখছি। আমাদের পুরো আয়োজনটা দুইভাগে হবে যার একটা অংশ বিশ্ববিদ্যালয়ে হবে এবং আরেকটা অংশ বার্ডে হবে। আমাদের পাঁচটা বিভাগের পাঁচজন এবং বাহিরের বিশ্ববিদ্যালয়ের যারা বড়মাপের গবেষক আছে তাদেরকে নিয়ে একটা সায়েন্টিফিক কমিটি গঠন করেছি। আশা করি সুন্দরভাবে আমরা এক কনফারেন্স সম্পন্ন করতে পারব।’

উল্লেখ্য, সম্মেলনের উপদেষ্টা কমিটিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিজ্ঞানী ও গবেষকদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভারত ও সৌদি আরবের বিজ্ঞানীরাও রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩