সোমবার, ২১ Jul ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ক্যাম্পাসে লেজুরবৃত্তি রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা, প্রশাসনকে শাড়ি চুড়ি উপহার বেরোবি শিক্ষার্থীদের ভোলাগঞ্জের রোপওয়ে বাংকারে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু প্রজনন মৌসুমেও দুমকিতে নিষিদ্ধ জালের দৌরাত্ম্য: সংকটে মৎস্য সম্পদ মোংলায় একটি পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার ছেলে হত্যার বিচার চেয়ে সড়কে ব্যানার হাতে বাবার আহাজারি শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির সমাবেশস্থলের পাশে ককটেল বিস্ফোরণ শিক্ষকবিহীন শ্রেণিকক্ষে ফিরলেন কুয়েটের শিক্ষার্থীরা, ৫ মাসেও সংকটের অবসান অনিশ্চিত কারফিউ শেষে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি মোংলায় কোস্টগার্ড এবং পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ৪ জন আটক চৌদ্দগ্রামে ঋণের দায়ে একজনের আত্মহত্যা মাদক মুক্ত সমাজ গড়তে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ব্যথায় কাতরাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের একমাত্র চিকিৎসাকেন্দ্র ‘ব্যথার দান’ কুড়িগ্রামে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন জবি রোভার স্কাউট গ্রুপের নবনির্বাচিত সভাপতি ফিন্যান্স বিভাগের মাহবুব হাওলাদার ক্যান্সারে আক্রান্ত লাকীর জীবন বাঁচাতে ময়মনসিংহে চিত্রপ্রদর্শনী ও বিক্রয় আয়োজন তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার নতুন কমিটি গঠিত চৌদ্দগ্রামে প্রশাসনের অভিযানে বন্ধ বাল্য বিবাহ, জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই হলে শিক্ষার্থীদের নানা দুর্ভোগ

জিমনাসিয়াম নেই, অডিটোরিয়ামও নেই মাভাবিপ্রবি দেখে হতাশ-ঢাবির অধ্যাপক ড. কামরুল হাসান মামুন

 

মো:জিসান রহমান,‎ মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের বিশিষ্ট শিক্ষক অধ্যাপক ড. কামরুল হাসান মামুন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অবকাঠামোগত সংকট নিয়ে গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছেন।

‎আজ বৃহস্পতিবার ( ১৭ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “গতকাল কয়েক ঘন্টার জন্য জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে ছিলেন জুলাই অভ্যূথানে শহীদ মারুফের মা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি আমার সহকর্মী অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ।

এই অনুষ্ঠানে আমার যাওয়া এবং যাওয়ার পর সার্বক্ষণিকভাবে যিনি আমার দেখভাল করেছেন তিনি হলেন আমার অত্যন্ত প্রিয় ছাত্রসম বন্ধু ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ফজলুল করিম। ওর সাথে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাসহ অনেক বিষয়েই চাঁটার অনেক মিল।

‎যাওয়া মাত্রই প্রথমে আমাকে একটু ক্যাম্পাস ঘুরিয়ে দেখানো হলো। বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় এই বিশ্ববিদ্যালয়ের জায়গার পরিমান একটু কম মনে হলো। তবে সবচেয়ে বেশি স্ট্রাইকিং যেটা লেগেছে সেটা হলো বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার তেমন বড় মাঠ, জিমনাসিয়াম ও কোন অডিওটেরিয়াম নাই। বড় অডিওটেরিয়াম না থাকার কারণে খুবই ছোট একটি রুমে আলোচ্য অনুষ্ঠানটি হয়েছে।

একটি বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার বড় মাঠ, জিমনাসিয়াম ও অডিওটেরিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। গত ১৫ বছরেরও বেশি পুরোনো একটি বিশ্ববিদ্যালয়ে কেন এই সুযোগগুও নাই দেখে আশ্চর্য হয়েছি। এই বিষয়ে সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষে দৃষ্টি করছি। আশা করছি অনতিবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

‎পোস্টের শেষে তিনি অনুষ্ঠান আয়োজকদের আন্তরিকতা, ভালোবাসা ও আপ্যায়নের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩