সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ
খুলনা মহানগরীর বাগমারা এলাকায় এক শ্বাসরুদ্ধকর যৌথ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, তাজা গুলি এবং মাদকসহ দুই কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী। অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই সফল অভিযান পরিচালিত হয়।
রবিবার (১৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,শাকিল আহমেদ (২০), তরিকুল ইসলাম তৌহিদ (২৫)।
আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে বাগমারার কাঁঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া এবং টুটপাড়া সংলগ্ন এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। এসময় ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ,১টি ম্যাগাজিন,৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান সোমবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধী ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত অস্ত্র-মাদকসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা থানায় হস্তান্তর করা হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩