সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি আকাশ পাল (৩৫)। তিনি উপজেলার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাচিকাটা গ্রামের বাসিন্দা এবং সমীর পালের ছেলে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের নেতৃত্বে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় আকাশ পালের কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ইউএনও এইচ এম ইবনে মিজান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শিবচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদারীপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা টাস্কফোর্সকে সহযোগিতা করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩