সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
আরমান হোসেন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির কচুছড়ি মুখ সীমান্ত এলাকায় ভোররাতে চালানো অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে সীমান্তরক্ষীরা। সিভিল সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে এই অভিযান পরিচালিত হয়।
সূত্র জানায়, কচুছড়ি মুখ বিওপি হতে উত্তর-পূর্ব দিকে প্রায় ৬০০ গজ দূরে এবং মেইন পিলার ২২৬৬/৩৪ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুছড়ি মুখ নামক স্থানে এসব মালামাল আটক করা হয়।
আটককৃত মালামালের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ১৩৫ টাকা। জিআর নম্বর ৯৮৭৯২৮-এর আওতায় মালামালগুলো জব্দ করা হয়েছে।
নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্তে চোরাচালান রোধে নিরাপত্তা বাহিনীর এমন তৎপরতা আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩