মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
কলাপাড়ার পশ্চিম লোন্দা গ্রামে টেকসই বেড়িবাঁধের দাবীতে ভেলায় ভেসে সংবাদ সম্মেলন কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশনে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা জয়পুরহাটে জনদুর্ভোগ লাঘবে জামায়াতের নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন দুমকিতে সাবেক ছাত্রলীগ সভাপতি শফিক খান গ্রেফতার সন্দ্বীপে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইয়াবাসহ গ্রেফতার জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত আমতলীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে ৫৫ হাজার শিশু পাবে বিনা মূল্যে টিকা সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র কারিগর সোহেল মাদকসহ গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে পত্নীতলায় মানববন্ধন চরভদ্রাসন থানায় দালালমুক্ত পুলিশি সেবা: ওসিরজিউল্লাহ খানের ঘোষণা সড়কের জায়গা লিজ দেয়ার প্রতিবাদে পরিবহন শ্রমিক, ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বৃষ্টির মধ্যেও জনতার ঢল মরহুমা নার্গিস বেগমের জানাযা অনুষ্ঠিত শাহজাদপুরে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত রাজশাহী ডিভিশনাল কমিউনিটির নতুন কমিটি গঠন বিএনপি নেতার আবেদনের প্রেক্ষিতে মোকামতলা পৌরসভা গঠনের পরিকল্পনা উঠতি মধ্যবিত্ত তরুণরা সব সময় স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করেছেন: ফারুক ওয়াসিফ মাছের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে সাবেক এমপির ছেলে আটক শিবগঞ্জে পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ১৭ আগষ্ট

গৃহবধূর শরীরে গরম পানি নিক্ষেপ, গুরুতর দগ্ধ অবস্থায় ভর্তি ঢাকায়

অনিক হাসান, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় রান্নার ধোঁয়া নিয়ে প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটির জেরে ভয়াবহ এক ঘটনা ঘটেছে। রান্নার সময় চুলার ধোঁয়া পাশের ঘরে যাওয়াকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে গরম পানি ছুড়ে এক গৃহবধূকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তারই চাচা শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন ওই গৃহবধূ। বর্তমানে তিনি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (১১ জুন) সকালে মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার বেনিখলা গ্রামে। দগ্ধ গৃহবধূর নাম স্বপ্না আক্তার (২৭)। তিনি ওই গ্রামের প্রবাসী নাছির উদ্দিনের স্ত্রী। তাদের সংসারে রয়েছে দুই সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্বপ্না আক্তার বাড়ির উঠানে রান্না করছিলেন। তিনি চুলায় ভাত বসানোর পাশাপাশি গরুর জন্য পানি গরম করছিলেন। এ সময় পাশের ঘরের বাসিন্দা ও তার চাচা শ্বশুর আবদুল খালেক মোল্লা অভিযোগ করেন যে, রান্নার ধোঁয়া তাদের ঘরে ঢুকছে এবং এতে তারা বিরক্ত হচ্ছেন। এ নিয়ে শুরু হয় বাগ্‌বিতণ্ডা।

এক পর্যায়ে কথাকাটাকাটি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ হয়ে আবদুল খালেক মোল্লা হঠাৎ রান্নায় ব্যবহৃত ফুটন্ত গরম পানি স্বপ্না আক্তারের শরীরে ছুড়ে মারেন। মুহূর্তেই স্বপ্নার শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে পুড়ে যায় এবং তিনি চিৎকার করে ওঠেন।

তার চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং প্রথমে দেবিদ্বার উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকায় রেফার করেন। পরে পরিবারের সদস্যরা তাকে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত আবদুল খালেক মোল্লা স্বপ্নার স্বামীর চাচা, অর্থাৎ গৃহবধূর চাচা শ্বশুর। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে নিন্দার ঝড় বইছে।

ঘটনার বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি (ভারপ্রাপ্ত) জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যেই পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

স্থানীয়রা এই ধরনের ঘৃণ্য ও নৃশংস ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করে এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের সকল স্তরে সচেতনতা ও কঠোর আইন প্রয়োগ জরুরি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩