মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গবাদিপশুর অ্যানথ্রাক্স (তড়কা) রোগের প্রাদুর্ভাব, রোগটির বিস্তাররোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি সহ টিকাদান কর্মসূচি চালিয়েছে প্রাণিসম্পদ দপ্তর।
বুধবার (৮ অক্টোবর) রাজারহাট উপজেলার চাকিরপশার ও রাজারহাট বাজার এলাকায় এসব কর্মসূচি পরিচালনা করেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রহমত আলী সহ অনান্যরা৷
এতে ২০০-২৫০ গবাদি পশুকে অ্যানথ্রাক্স এর টিকা দেয়া হয়।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, অ্যানথ্রাক্স একটি ব্যাকটেরিয়াজনিত জুনোটিক রোগ, যা গবাদিপশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। এর প্রেক্ষিতে স্থানীয় প্রাণিসম্পদ দপ্তর গবাদিপশুর টিকাদান, স্বাস্থ্য পরীক্ষা, উঠান বৈঠক, পথসভা, লিফলেট বিতরণ সহ জনসচেতনতামুলক প্রচারণা অব্যাহত রেখেছে। অসুস্থ পশু জবাই না করা, মৃত পশুকে খোলা স্থানে বা পানিতে না ফেলে গভীর ভাবে মাটি চাপা দেওয়া এবং যেকোনো পশুজনিত অসুস্থতার ক্ষেত্রে দ্রুত নিকটস্থ ভেটেরিনারি হাসপাতাল বা প্রাণিসম্পদ দপ্তরের সঙ্গে যোগাযোগের আহবান জানান এ কর্মকর্তা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩