মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি ও গণভোটের পরই নির্বাচন দিতে হবে-মাওলানা আবদুল হালিম রংপুরে জাপা ছেড়ে বিএনপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান জয়পুরহাটে জেলা জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জুডোর নবীনবরণ ও বিতর্ক কর্মশালা শুরু হচ্ছে আজ কুবিতে মঞ্চস্থ হলো ‘মুখ ও মুখোশ’ বাউফলে ভূমিহীনদের জমি দখলের চেষ্টা প্রতিবাদে মানববন্ধন ঠাকুরগাঁওয়ের উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও ইসলামাবাদ সুনামগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও পথসভা শ্যামনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা সেবা সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান আটক চৌদ্দগ্রামে বিদ্যুতস্পৃষ্টে কিশোর জয়ের মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার গণধোলাই দিয়ে ৩ ডাকাতকে পুলিশে সোপর্দ মেট্রোরেল দুর্ঘটনায় প্রাণহানি চৌদ্দগ্রামে মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ গ্রামবাসী পাঁচবিবি জামায়াতের বিশাল নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী এক নারী নিহত কোম্পানীগঞ্জে ১,৮৩০ বোতল ভারতীয় মদ আটক

ভবানীপুর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি বাস্তবায়ন – শতাধিক মানুষের অংশগ্রহ

অনিক হাসান, ভবানীপুর, কুমিল্লা:

জনসেবামূলক এবং মানবিক কার্যক্রমে আবারও দৃষ্টান্ত স্থাপন করলো ভবানীপুর যুব কল্যাণ পরিষদ। সংগঠনটি শনিবার (তারিখ উল্লেখ করুন) একটি বিনামূল্যে ব্লাড গ্রুপিং কর্মসূচি আয়োজন করে, যা সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভবানীপুর গ্রামের একটি নির্দিষ্ট স্থানে পরিচালিত হয়।

এই বিশেষ কর্মসূচিতে ভবানীপুরসহ আশেপাশের গ্রাম থেকে নারী-পুরুষ, শিক্ষার্থী, যুবক ও বয়স্ক মিলিয়ে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। অনেকে পরিবার নিয়ে এসে রক্তের গ্রুপ নির্ণয় করে যান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ভবানীপুর যুব কল্যাণ পরিষদের স্বেচ্ছাসেবীরা। তারা জানান, “আমাদের লক্ষ্য শুধু রক্তের গ্রুপ নির্ণয় নয়, বরং মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। অনেকেই তার রক্তের গ্রুপ জানতেন না। এখন তারা জানেন, যা ভবিষ্যতে জরুরি রক্তদানে কাজে আসবে।”

কর্মসূচি চলাকালীন ভবানীপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এবং এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। এলাকার সাধারণ মানুষও পরিষদের এ রকম উদ্যোগে খুশি এবং উৎসাহিত।

স্থানীয় এক বাসিন্দা জানান, “এমন আয়োজন আমাদের গ্রামে আগে কখনো হয়নি। ভবানীপুর যুব কল্যাণ পরিষদের প্রতি আমরা কৃতজ্ঞ, তারা নিজেদের উদ্যোগে এত চমৎকার একটি কাজ করলো।”

পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও স্বাস্থ্যসেবা, রক্তদান ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে গ্রামের মানুষ নিয়মিতভাবে সেবা পেতে পারেন এবং নিজেরা সচেতন হতে পারেন।

এই কর্মসূচি প্রমাণ করে, যুব সমাজ চাইলে সমাজ পরিবর্তনের অগ্রণী ভূমিকা রাখতে পারে। ভবানীপুর যুব কল্যাণ পরিষদের এমন মহৎ উদ্যোগ নিঃসন্দেহে অন্য যুব সংগঠনগুলোর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩