শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রথম দিনেই বিভিন্ন মামলার আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিএনপি ও জামায়াত রাজনৈতিক দলের সদস্য। বিষয়টি নিশ্চিত করেছে পাথরঘাটা থানা পুলিশ।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে একাধিক ব্যক্তি সম্প্রতি রাজনৈতিক সহিংসতায় হওয়া বিভিন্ন ফৌজদারি মামলার আসামি। অভিযানের সময় ৮টি অবৈধ যানবাহন আটক করা হয়। এ ছাড়া সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল (১৬ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই অভিযানে বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নৌবাহিনী, কোস্টগার্ড, রযাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে সামনে রেখে পাথরঘাটায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে এই যৌথ অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার প্রধান ইন্সপেক্টর আনোয়ার হোসেন মুঠোফোনে জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা চলমান থাকবে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে মুঠোফোনে কথা বললে তারা এই অভিযানে সন্তোষ প্রকাশ করেন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, অভিযান অব্যাহত থাকলে দ্রুত এলাকায় স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে।
উল্লেখ্য, গত এক সপ্তাহে পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনি আচরণবিধির তোয়াক্কা না করে প্রচারকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। এমনকি রাতে আতঙ্ক ছড়াতে লাঠি মিছিল করে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলার অবনতি হলে প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩