মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
মোঃ রাশেদুল ইসলাম, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক সেবনের অভিযোগে মোঃ তাজেল মিয়া (২৫) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ নভেম্বর) সন্ধায় তাকে এ কারাদণ্ড দেয়া হয়।
তিনি উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের বহলকুড়ি গ্রামের মোঃ মোখলেছুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ।
জানা যায়, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী থানা পুলিশের সহায়তায় কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান পরিচালনা করে চর ভুরুঙ্গামারী ইউনিয়নের বহলকুড়ি গ্রামের নিজ বাড়ীতে তাজেল মিয়া নামের ওই যুবককে মাদক সেবনকালে হাতেনাতে আটক করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে ওই যুবককে ৬ মাসের কারাদণ্ড এবং নগদ ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩