বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও চীনের South China Sea Institute of Oceanology, Chinese Academy of Sciences (SCSIO, CAS), Guangzhou–এর মধ্যে এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চীনের গুয়াংজুতে অবস্থিত ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত স্বনামধন্য SCSIO, CAS ইনস্টিটিউটে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং চীনের পক্ষে স্বাক্ষর করেন SCSIO-এর উপ-মহাপরিচালক প্রফেসর ড. চিয়াং লিন (Professor Dr. Qiang LIN)। চুক্তিতে প্রতিস্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও SCSIO-এর Laboratory of Ocean and Marginal Sea Geology-এর প্রফেসর ড. চুয়ানশিউ লু (Professor Dr. Chuanxiu LUO)।
চুক্তি স্বাক্ষরের আগে যৌথ ভবিষ্যৎ গবেষণা সম্ভাবনা ও প্রতিষ্ঠান দুটির পরিচিতি তুলে ধরেন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রফেসর ড. আশরাফ আলী সিদ্দিকী, প্রফেসর ড. চুয়ানশিউ লু এবং প্রফেসর ড. জিয়ানওয়েই চি (Professor Dr. Jianwei CHI)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাককানইবি’র এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আশরাফ আলী সিদ্দিকী এবং SCSIO, CAS-এর বিশিষ্ট অধ্যাপকবৃন্দ—প্রফেসর ড. চোলুন লি (Prof. Dr. Cholun LI), প্রফেসর ড. ইয়েহুই তান (Prof. Dr. Yehui TAN), প্রফেসর ড. রং জিয়াং (Prof. Dr. Rong XIANG), প্রফেসর ড. লানলান ঝ্যাং (Prof. Dr. Lanlan ZHANG), প্রফেসর ড. জিয়াংগু লিউ (Prof. Dr. Jianguo LIU), প্রফেসর ড. তিয়ানরান চেন (Prof. Dr. Tianran CHEN) এবং প্রফেসর ড. জিয়ানওয়েই চি সহ অন্যান্য শিক্ষক ও পিএইচডি গবেষকবৃন্দ।
চুক্তি স্বাক্ষর শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কপি গ্রহণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং চীনের কপি গ্রহণ করেন SCSIO-এর উপ-মহাপরিচালক প্রফেসর ড. চিয়াং লিন। এরপর উভয় প্রতিষ্ঠানের অতিথিদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় করা হয়।
অনুষ্ঠান শেষে জাককানইবি’র প্রতিনিধি দলকে SCSIO-এর উপ-মহাপরিচালক প্রতিষ্ঠানটির বিভিন্ন গবেষণা ল্যাবরেটরি ও গবেষণা কার্যক্রম পরিদর্শন করান এবং চলমান গবেষণা প্রকল্প ও বাস্তব গবেষণালব্ধ ফলাফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এই চুক্তির মাধ্যমে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠান দুটির মধ্যে একাডেমিক ও বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে সুদৃঢ় আন্তঃসম্পর্কের ভিত্তি স্থাপিত হলো। এর ফলে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, গবেষণা ফেলোশিপ (পোস্টডক, পিএইচডি, মাস্টার্স), ভিজিটিং স্কলারসহ বিভিন্ন একাডেমিক ও গবেষণা সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে। যা নিঃসন্দেহে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩