মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং বিভিন্ন সমস্যার সমাধানে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার (২৩-০৯-২০২৫ ইং) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন।
সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা সুন্দর রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সভায় জানান, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে। এছাড়াও উপজেলার চলমান বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।
সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তারা জনস্বার্থে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩