শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগন কর্তৃক প্রকৌশলী অধিকার আন্দোলন এর ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ ঘোষিত কর্মসূচি অনুযায়ী কুড়িগ্রামে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল এগারোটার দিকে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবি সংগ্রাম পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখা এ স্মারক লিপি প্রদান করে।
এর আগে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবি সংগ্রাম পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার সদস্যরা ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে আসে।
এসময় বক্তব্য দেন, সংগ্রাম পরিষদের আহ্বায়ক
মোঃ রুকুনুজ্জামান, সদস্য সচিব রেজাউল ইসলাম, সদস্য জাহাঙ্গীর ইসলাম ও নিয়াজ মোর্শেদ প্রমুখ।
পরে সংগ্রাম পরিষদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক নুসরাত সুলতানার নিকট স্মারক লিপি প্রদান করে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩