মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন? নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান : চেয়ারম্যান, মেম্বারের সিলমোহর উদ্ধার, একজনকে জরিমানা নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের বাসর রাতে মুখ ধোয়ার পর ‘বদলে গেল’ কনে, অতঃপর… মান্দায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, তিনজন আহত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পাঁচ শতাধিক ঘর বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন তসলিম তালুকদার লালমনিরহাটে ডিবি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ডিউক অব এডিনবার্গের গোল্ড অ্যাওয়ার্ড পেলেন চবি’র পাঁচ শিক্ষার্থী কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ বন্দির ভোট দেওয়ার আবেদন আমরা কোনো রাজনীতিক দলের তাঁবেদার নই আমরা একমাত্র আল্লাহ তাঁবেদার : ছারছিনা পীর জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা খুলনায় যৌথ বাহিনীর অভিযান : বিদেশি অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

নিকাব নিয়ে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদে জাবিতে ইসলামি ছাত্রী সংস্থার মানববন্ধন

জাবি প্রতিনিধি:

‎বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের দেওয়া নিকাববিরোধী মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ইসলামী ছাত্রী সংস্থা।

আজ (‎মঙ্গলবার) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সংগঠনটির নেত্রী ও সমর্থকরা। এসময় তারা মোশাররফ ঠাকুরের বক্তব্যের প্রতিবাদ করেন।

‎মানববন্ধনে জাকসুর কার্যকরী সদস্য ফাবলিহা জাহান তার বক্তব্যে বলেন, “আমাদের নৈতিক দায়িত্ব যে যারা বাংলাদেশে এবং বিশেষত ২৪ পরবর্তী বাংলাদেশে যেখানে আমরা ফ্যাসিবাদের কোন ঠাই দেখতে চাই না, হিজাব ফোবিয়া চাই না। গতকাল তথাকথিত এক বিএনপি নেতা মোশারফ আহমেদ ঠাকুর সে তার একটি সেমিনারে বক্তব্য দিয়েছে যে মুসলিম নারীদের যে নিকাব আমাদের সম্ভ্রম যেটা আমাদের আত্মপরিচয়ের একটা উৎস সেই সেই আত্মপরিচয়ের উৎসকে তিনি খুবই নোংরা ভাষায় আমাদের পরিচয় করিয়েছেন। তিনি বাংলাদেশের মুসলিম নারী সমাজকে ইহুদির ইহুদিদের বেশ স্বাদের সাথে তুলনা করেছেন। আমি এটার তীব্র নিন্দা জানাই।”

তিনি আরও বলেন “বিগত ফ্যাসিবাদের সময়ে খুনি হাসিনার আমলে আমরা দেখেছি যে কিভাবে হিজাব পরিহিত নারীদেরকে পরীক্ষার হলে, অফিসে,অফিসের চাকরির ভাইবায় হেনস্থার শিকার হতে হয় এবং এটা এখনো চলমান, খুবই লজ্জার সাথে বলছি এটা এখনো চলমান।

মানববন্ধনের বেগম রোকেয়া হল সংসদের এজিএস ফাহমিদা সুলতানা সওদা বলেন ” ৯০% মুসলিম জনসংখ্যা দেশে যদি হিজাব নিয়ে এরকম ন্যাক্কারজনক কথা শুনতে হয় এর চেয়ে দুঃখ জনক আর কিছুই হতে পারে না। আমরা পোশাকের স্বাধীনতার কথা বলি, যারা হিজাব বা নিকাব পরে না তাদের পোশায় নিয়ে কেউ কথা বললে পুরো বাংলাদেশ ছেয়ে যায় কিন্তু আমরা যারা হিজাব নিকাব পরি তাদের পোষাক নিয়ে কটুক্তি করলে সেরকম কোনো প্রতিবাদ দেখা যায় না। আমরা দেখেছি ভাইবা বোর্ডে এরকমও বলা হয়েছে যে, নিকাব না খুললে ভাইবায় ফেইল করিয়ে দেয়া হবে। ২৪ পরবর্তী বাংলাদেশে আমরা এগুলা কখনই মেনে নিতে পারি না। আমরা মোশাররফ আহমেদ ঠাকুরের মন্তব্যের তীব্র নিন্দা জানাই।”

সমাপনী বক্তব্যে ছাত্রী সংস্থার সভানেত্রী জন্নাতুল ফেরদৌস তিনটি দাবির কথা উত্থাপন করেন। এসময় তিনি বিএনপি নেতাকে আগামীতে এধরনের বক্তব্য থেকে বিরত থেকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। সেইসাথে এবিষয়ে বিএনপির অবস্থান জানতে চান। সেইসাথে নারীদের নিরাপত্তার বিষয়ে ইন্টেরিম সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এসময় বক্তারা আততায়ীর গুলিতে নিহত হওয়া শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩