শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্যথায় কাতরাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের একমাত্র চিকিৎসাকেন্দ্র ‘ব্যথার দান’

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

সংকটে ভুগছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র চিকিৎসাকেন্দ্রটি । শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যাওয়া, ছুটির দিনে খোলা না থাকা, ওষুধসংকট ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগহীনতাসহ নানা সংকট ও সমস্যা নিয়ে চলছে কেন্দ্রটি। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ২৫ বিভাগের শিক্ষার্থী , শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ১০ হাজার মানুষের সামান্য অসুখেই চিকিৎসা নিতে ছুটতে হয় ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। দীর্ঘ ২২ কিলোমিটার দূরের শহরে রোগীবহনেও মিলছে না সেখানে থাকা একমাত্র অ্যাম্বুলেন্সের সেবা।

মেডিকেল সেন্টারটির অতিরিক্ত চিফ মেডিকেল অফিসার ডা. আবুল খায়ের মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘যে পরিমাণ জনবল আমাদের আছে, সেই তুলনায় মেডিকেল সেন্টার থেকে বেশি সেবা দেওয়া হচ্ছে। আমাদের তেমন কিছুই নেই। মোটামুটিভাবে চিকিৎসা দিতে যা যা প্রয়োজন সেসবের কিছুই পাচ্ছি না। ওষুধের জন্য আগে যেই পরিমাণ বাজেট ছিল, এখনো তাই আছে। বাজেটের পরিমাণ না বাড়লেও বাজারে ওষুধের দাম বেড়েছে। এ ছাড়া সপ্তাহের সাত দিন চব্বিশ ঘণ্টা সেবা দিতে হলে যে পরিমাণ দক্ষ লোকবল ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম লাগবে, সেটা আমাদের নেই।’

বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানোয়ার রাব্বি প্রমিজ বলেন, ‘একমাত্র চিকিৎসাকেন্দ্রটি আমাদের জন্য ভরসার জায়গা হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবতা হলো, এখানে পর্যাপ্ত ডাক্তার নেই। সেবার মান নেই। ওষুধ সরবরাহ সীমিত। শুধু জ্বর বা প্রাথমিক চিকিৎসার ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ পাওয়া যায় না। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ প্রায় নেই বললেই চলে। শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সবাই চিকিৎসা নিতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন। ২৪ ঘণ্টা সেবা পাওয়া তো দূরের কথা, বড় কোনো জটিলতা দেখা দিলে অনেক সময় ডাক্তারও পাওয়া যায় না।’

স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদি হাসান রনি বলেন, ‘জ্ঞানচর্চার জন্য শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার নিশ্চয়তা থাকা জরুরি। কিন্তু দুঃখজনক হলো, আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রটি রোগ কমানোর বদলে রোগ বাড়ানোর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’

সংকটের বিষয়টি স্বীকার করে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম বলেন, ‘বিষয়টা বুঝতে পারছি। কিন্তু এ ক্ষেত্রে আমরা অসহায়। মেডিকেল সেন্টারটিতে চিকিৎসক থেকে শুরু করে সব কিছুরই সংকট আছে। প্রশাসন থেকে আবেদন করে নিয়োগ দেওয়ার অনুরোধ করা হয়েছে। তবে ইউজিসি নিয়োগ দিচ্ছে না, বাজেটও দিচ্ছে না।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ‘মেডিকেল সেন্টারটি যেন যথাযথ চিকিৎসা সেবা দিতে পারে, সেই ব্যাপারে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। এ বিষয়ে ইউজিসিতে চিঠি পাঠানো হয়েছে। তবে সেখান থেকে আমরা কোনো ইতিবাচক সাড়া পাচ্ছি না। বরং আমাদের আগে যা বাজেট ছিল, সেটাও কমানো হয়েছে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩