বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল নাসির নগরে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য টিএসসি তে পর্দা কর্নার উদ্বোধন কুড়িগ্রামে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

নারী নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এক নারী শিক্ষার্থীকে শিবিরের এক নেতার প্রকাশ্যে ধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং দেশজুড়ে নারী শিক্ষার্থীদের ওপর সাইবার বুলিংয়ের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজে এক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

​​সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কলেজ ক্যাম্পাসে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজ শাখার সভাপতি মোঃমমিন মৃধা সিনিয়র সহ-সভাপতিঃ হাসিবুল ইসলাম তুহিন যুগ্ন সাধারণ সম্পাদক সাকিব হোসেন সহ অন্যান্য নেতা-কর্মী ও শিক্ষার্থীরা।

তারা নারী শিক্ষার্থীদের ওপর চলমান নিপীড়ন ও সাইবার বুলিংয়ের তীব্র নিন্দা জানান।

​বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, “নারী নিপীড়ন বন্ধ করো, ছাত্রসমাজ জেগেছে”, “সাইবার বুলিং রুখে দাও, নারীদের নিরাপত্তা নিশ্চিত করো”, “শিবিরের সন্ত্রাস, রুখে দেবে ছাত্রদল” ইত্যাদি। মিছিল শেষে কলেজ গেটের সামনে এক অবস্থান কর্মসূচি পালিত হয়।

​কর্মসূচিতে বক্তব্য রাখেন কলেজ শাখার সভাপতি মোঃ মমিন মৃধা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ধরনের ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয় ও আমাদের ছাত্রসমাজের জন্য লজ্জাজনক। নিষিদ্ধ সংগঠন ও শিবির উভয়েই ক্যাম্পাসগুলোতে নারীদের জন্য এক অনিরাপদ পরিবেশ তৈরি করেছে।” তিনি আরও বলেন, “ছাত্রদল সবসময় নারী শিক্ষার্থীদের পাশে আছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।”

​বিক্ষোভকারীরা তাদের বক্তব্যে নারী নিপীড়নকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে তারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। তারা আরও বলেন, সাইবার বুলিংয়ের মতো অপরাধ দমনের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩