রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ত্রিশাল প্রবেশদ্বারে দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ, বদলে গেল চেহারা বাউফলে পুকুরে ডুবে দুই সন্তানের জননীর মৃত্যু ত্রিশালে ফুটপাত দখলমুক্ত করতে জরিমানা ও কড়া হুঁশিয়ারি ঈদগাঁওতে বিশেষ অভিযানে চুরি হওয়া গাভী উদ্ধার, একজন গ্রেপ্তার চৌদ্দগ্রামে ফ্রেন্ডস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা পুরস্কার বিতরণ কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত উত্তরা ট্রেজেডি মাঝখানে স্ত্রী, দুই পাশে স্বামী ও সন্তানকে নিয়ে চির নিদ্রায় শায়িত এক পরিবারের ৩ জন জৈন্তাপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা রামগতিতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার রামগতিতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার লক্ষ্মীপুরে সুষ্ঠু নির্বাচনের প্রতি সচেতনতার আহ্বান আশরাফ উদ্দিনের লালমনিরহাটে ৫৪২ বোতল ফেনসিডিলসহ ১ নারী মাদককারবারি আটক শ্রীপুরে কলেজের পাশে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার নওগাঁ জেলা কমিটি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণপদত্যাগ নওগাঁয় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাউফল নার্সিং ইনস্টিটিউট এর প্রতীকী পরিবর্তন অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জয়মনি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলিয়াস স্টোর ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অকাল মৃত্যু

ত্রিশাল প্রবেশদ্বারে দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ, বদলে গেল চেহারা

মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশে যাত্রী ও পথচারীদের দৃষ্টি কেড়ে নিচ্ছে দরিরামপুর বাসস্ট্যান্ডসংলগ্ন নবনির্মিত ও নান্দনিকভাবে সাজানো ফুট ওভারব্রিজটি। একসময় যে ওভারব্রিজটি ছিল পোস্টার, ব্যানার, ময়লা-আবর্জনা ও অবৈধ দখলের কারণে নোংরা ও অবহেলিত, আজ সেটিই ত্রিশাল উপজেলার প্রধান ল্যান্ডমার্কে পরিণত হয়েছে।
ত্রিশাল কেবল একটি উপজেলা নয়; এটি বৃহত্তর ময়মনসিংহ বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার বা গেটওয়ে। নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার লাখো মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। দূরপাল্লার বাস, পণ্যবাহী যান ও ব্যক্তিগত গাড়ির যাত্রীরা যখন ত্রিশাল অতিক্রম করেন, তখন এই দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজটি যেন তাদের স্বাগত জানায়।

স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাত্রীরা জানান, আগে ওভারব্রিজটি ব্যবহার করতে ভয় ও বিরক্তি লাগত। ময়লা, পোস্টার আর অবৈধ দোকানপাটের কারণে চলাচল ছিল ঝুঁকিপূর্ণ। কিন্তু এখন পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধনের ফলে মানুষ স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ওভারব্রিজটি ব্যবহার করতে পারছেন। এতে দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে কমেছে।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী বলেন, “কাজটি ক্ষুদ্র হলেও স্বপ্নটা ছিল অনেক বড়। ত্রিশালে যোগদানের পরপরই আমার নজরে আসে এই জীর্ণ ও অবহেলিত ফুট ওভারব্রিজটি। তখন এটি আবর্জনা, পোস্টার ও অবৈধ দখলে সয়লাব ছিল। প্রথমেই উচ্ছেদ অভিযান পরিচালনা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করি। এরপর ধাপে ধাপে সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়। এখন এই সুন্দর পরিবেশ রক্ষা করার দায়িত্ব আপনাদের।”

সচেতন মহল মনে করছেন, এই উদ্যোগ শুধু একটি ওভারব্রিজের সৌন্দর্য বাড়ায়নি, বরং ত্রিশালের সামগ্রিক ভাবমূর্তি বদলে দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, জনগণের সহযোগিতায় এই সৌন্দর্য দীর্ঘদিন ধরে বজায় থাকবে এবং ভবিষ্যতে ত্রিশালের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাতেও এমন উদ্যোগ নেওয়া হবে।এই ফুট ওভারব্রিজ এখন শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং ত্রিশালের পরিচয় ও গর্বের প্রতীক হয়ে উঠেছে

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩