রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলের দাসপাড়া ইউনিয়নে পুকুরে পড়ে মোসাঃ মরিয়ম বেগম (৩০) নামে দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে
শনিবার (১৭ জানুয়ারি -২০২৬) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়,মরিয়ম বেগম পুকুর থেকে বালতিতে পানি তুলতে গেলে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যান। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মরিয়ম বেগমের স্বামীর নাম সুজন সিকদার (৩৫)। তিনি দুই সন্তানের পিতা। তার বড় ছেলে মাহিন (১০) এবং ছোট ছেলে মায়ান (৩)।
এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রউফ জানান, গৃহবধু মরিয়ম বেগমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩