বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোংলায় পশুর নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

দুই মাসের ব্যবধানে বেরোবি’র ৩ শিক্ষার্থীর আত্মহত্যা

মোঃ পারভেজ সেখ, বেরোবি প্রতিনিধিঃ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসজুড়ে নেমে এসেছে শোক ও অস্বস্তির ছায়া। মাত্র দুই মাসের ব্যবধানে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেওয়ায় হতবাক বিশ্ববিদ্যালয় পরিবার।

সর্বশেষ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনাজপুরের পার্বতীপুরে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী জিনিয়া মনি। মেধাবী এই শিক্ষার্থী এবারের ডিনস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত ছিলেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

এর আগে গত ১৪ আগস্ট ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিতু রায় পঞ্চগড়ের নিজ বাড়ির সামনে গলায় ফাঁস দেন। প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে তার রেখে যাওয়া তিন পৃষ্ঠার সুইসাইড নোট থেকে জানা যায়।

এরও আগে গত ১০ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন সরদারপাড়ার একটি লেডিস হোস্টেল থেকে ম্যানেজমেন্ট বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসি টুম্পার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রেমঘটিত কারণেই তিনি জীবন শেষ করেছেন বলে সহপাঠীরা জানান।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী মোছাঃ মীম ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক চাপের বিষয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ে আসা অনেক শিক্ষার্থীই বিভিন্ন পরিবারিক পটভূমি থেকে আসে। অনেকে নিজের খরচ মেটাতে টিউশনি করে, আবার কেউ কেউ পরিবারের আর্থিক সহায়তায় সাহায্য করেন। সেমিস্টার ফি, মেসভাড়া ও দৈনন্দিন খরচ মিলিয়ে অনেকের জন্য এটি সহ্য করার বাইরে চলে যায়।

শুধু আর্থিক চাপ নয়, একাডেমিক ফলাফলে নিরাশা, ব্যক্তিগত সমস্যা বা প্রেম সম্পর্কিত জটিলতা সব মিলিয়ে অনেক শিক্ষার্থী ডিপ্রেশনে ভুগছেন। এসব মানসিক চাপে নিজেকে দমিয়ে রাখা সহজ নয়। তবে আত্মহত্যা কখনো কোনো সমাধান হতে পারে না। আমাদের উচিত এই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার পথ খুঁজে নেওয়া এবং একে অপরকে সমর্থন করা।”

এমন ধারাবাহিক ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে আতঙ্ক ও শোক বিরাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে যে মানসিক সংকট তৈরি হচ্ছে, তা নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে বলে একাধিক গণমাধ্যমকে জানান ছাত্র উপদেষ্টা ইলিয়াছ প্রামাণিক। তিনি বলেন, “আমরা বিষয়টি গভীরভাবে উপলব্ধি করছি। ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের উদ্যোগে প্রতি বুধবার একজন মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি, ডিপ্রেশনে ভোগা শিক্ষার্থীরা যদি নিয়মিত ওই চিকিৎসকের শরণাপন্ন হয়, তবে তাদের মানসিক চাপ ও সমস্যার সমাধানে ইতিবাচক পরিবর্তন আসবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩