শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
মোঃ রাহিমুল ইসলাম হৃদয়, ভুরুঙ্গামারী প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট থেকে ভুরুঙ্গামারীগামী একটি ড্রাম ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ফুটানি বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম আশিফ (২০), পিতা শহিদুল ইসলাম ও মাতা আয়শা বেগম। তিনি ভূরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা গ্রামের পাইকের ছড়া এলাকার ৭নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশিফ সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির সোনাহাটগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন,
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হিয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩