বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল

নজরুল বিশ্ববিদ্যালয়ে TechMind Hackathon 2025 অনুষ্ঠিত

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

টেকমাইন্ড ইনস্টিটিউটের উদ্যোগে এবং নির্ভয় ফাউন্ডেশনের সহায়তায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হলো TechMind Hackathon 2025 প্রতিযোগিতা।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবনের দ্বিতীয় তলায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।

সকাল ৮:০০ টায় অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় হ্যাকাথন। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মূলত উদ্ভাবনী আইডিয়া তৈরি, প্রজেক্ট ডেভেলপমেন্ট এবং প্রযুক্তিগত সমস্যা সমাধান নিয়ে কাজ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত দলগুলো ওয়েব, মোবাইল অ্যাপ ও অটোমেশন প্ল্যাটফর্মে প্রজেক্ট তৈরি করে।

পরবর্তীতে শুরু হয় প্রজেক্ট ডেভেলপমেন্ট ও মেন্টরশিপ সাপোর্ট প্রোগ্রাম, যেখানে অংশগ্রহণকারীরা মেন্টরদের পরামর্শ অনুযায়ী কোডিং, ডিজাইন এবং ইউজার এক্সপিরিয়েন্স উন্নত করার পাশাপাশি প্রযুক্তিগত চ্যালেঞ্জ সমাধান করেন। বিরতির পরে বিচারকরা দলগুলোর কার্যক্রম পরিদর্শন করে অগ্রগতি মূল্যায়ন করেন এবং শেষে দলগুলো তাদের প্রজেক্ট উপস্থাপন করে।

প্রতিযোগিতা সম্পর্কে অনুভূতি ব্যক্ত করে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়ের বলেন, TechMind Hackathon 2025-এ অংশগ্রহণ তার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। সারাদিন ধরে তারা নতুন প্রযুক্তি ব্যবহার করেছেন এবং মেন্টরদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন। এই হ্যাকাথন শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক হয়েছে।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিত্রি সাহা বলেন, প্রতিযোগিতাটি শুধু প্রযুক্তি নিয়ে সীমাবদ্ধ ছিল না। এখানে টিমওয়ার্ক, আইডিয়া শেয়ারিং এবং প্রেজেন্টেশন দক্ষতা দেখানোর সুযোগ ছিল। প্রতিটি দলের উদ্ভাবনী চিন্তাভাবনা তাকে আরও সৃজনশীল হতে অনুপ্রাণিত করেছে।

ব্যবস্হাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইম আহমেদ রাহি বলেন, তিনি ভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কাজ করতে পেরে অভিভূত হয়েছেন। Hackathon-এ অংশগ্রহণের মাধ্যমে নতুন প্রযুক্তি শিখেছেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট শিখেছেন এবং দলীয় সহযোগিতার গুরুত্ব উপলব্ধি করেছেন। এটি ছিল সত্যিই শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা।

মূল্যায়নের পর পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন টিম Mama Deploy Mar, ১ম রানার-আপ টিম TracknSeat, এবং ২য় রানার-আপ টিম Noob_squad।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩