বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল

কুবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

ইসলাম ধর্মাবলম্বীদের সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সা.) এর পৃথিবীতে আগমন এবং প্রয়াণ দিবস উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ঈদ-ই-মিলাদুন্নবী উদ্‌যাপন উপলক্ষ্যে ‘আলোচনা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজের পর এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাসান খান। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, নাতে রাসুল গাওয়া সহ রাসূল (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোঃ খলিলুর রহমান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘পৃথিবীতে অনেক নবী-রাসূলের আগমন ঘটেছিল। তাদের অনুসারীরা একটা পর্যায়ে গিয়ে ঐ নবী বা রাসূলকে আল্লাহর সমকক্ষ বা তার সন্তান বলে দাবি করেছিল। ফলে তারা ধ্বংস হয়ে গেছে। বর্তমানে অনেক দল গড়ে উঠেছে, অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে যেন আমরা রাসূল (সা.) কে ঐ পর্যায়ে না নিয়ে যাই। মনে রাখতে হবে আল্লাহ কখনো শিরক ক্ষমা করেন না। আমরা সূক্ষ্মভাবে শিরক করছি, যা নিয়ে কল্পনাও করি না। এসব থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে।’

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, ‘পৃথিবীতে সকল নবী এবং রাসূল একটা বাণীই প্রচার করেছেন, সেটা হলো একত্ববাদ, আল্লাহকে ভয় করো। আমাদের একমাত্র মালিক আল্লাহ তায়ালা, তিনি ২৪ ঘণ্টা-ই আমাদের দেখছেন। এই বিশ্বাস যদি ধারণ করি তাহলে মিথ্যা কথা বলাসহ সকল খারাপ কাজ থেকে বিরত থাকতে পারব।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩