বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল নাসির নগরে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য টিএসসি তে পর্দা কর্নার উদ্বোধন কুড়িগ্রামে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত এনসিপি কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন দাবী না মানলে শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামা হবে- মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ কুবিতে মেডিক্যাল সেবা চলবে রাত আটটা পর্যন্ত কুড়িগ্রামে কর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

পাঁচ দফা দাবিতে বাঘাইছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নোমাইনুল ইসলাম , বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদর মসজিদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহম্মেদ। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আবছার হোসেন ও পৌর বায়তুলমাল সম্পাদক মাওলানা মোহাম্মদ আফসার উদ্দিন।

এ সময় স্বাগত বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি জাফর আহম্মেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মশিউর রহমান। এছাড়াও বক্তব্য দেন উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ডাঃ সরদার আব্দুর রহিম, ইসলামী ছাত্র শিবির সভাপতি মোঃ ইউসুফ, উপজেলা যুব ও ক্রীড়া সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, পৌর জামায়াতের সভাপতি মোঃ নেয়ামত উল্লাহ। সমাপনী বক্তব্য দেন উপজেলা আমীর মাওলানা কবির আহম্মেদ।

বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান অবিলম্বে কেন্দ্র ঘোষিত ৫ দফা মেনে নিয়ে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য।
৫ দফা দাবিগুলো হলো—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিতকরণ।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

বক্তারা অভিযোগ করেন, অতীতে প্রচলিত নির্বাচনী পদ্ধতিতে ক্ষমতায় আসা দলগুলো একসময় স্বৈরাচারী হয়ে উঠেছে। তাই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পিআর পদ্ধতিই সর্বোত্তম সমাধান। এ পদ্ধতি বাস্তবায়ন হলে কালো টাকার ব্যবহার, ভোটকেন্দ্র দখল, পেশিশক্তির প্রভাব ও অনিয়ম-অপতৎপরতা রোধ হবে বলে তারা দাবি করেন। একইসঙ্গে মানসম্মত সংসদ ও দক্ষ আইনপ্রণেতা তৈরির সুযোগ সৃষ্টি হবে এবং প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হবে।

বক্তারা আরও জানান, দেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। তাই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে অবিলম্বে ৫ দফা বাস্তবায়নের আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তারা জনগণকে এই দাবির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩