শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
শিবচরে হত দরিদ্রদের মধ্যে বিনামূল্যে গাভী বিতরন ও গাভী পালন প্রশিক্ষন দোয়ারাবাজারের দোহালিয়ায় গণসমাবেশে কলিম উদ্দিন আহমেদ মিলন আওয়ামি লীগের লকডাউন ও নাশকতার প্রতিবাদে ঈদগাঁওতে শ্রমিক কল্যাণ ফেডারেশন এর মহড়া নবীনগর পশ্চিম ইউনিয়নের কয়েকটি গ্রামে ইন্টারনেট সেবার চরম দুরবস্থা পঞ্চগড়ে নতুন জেলা প্রশাসকের যোগদান “ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনার কোনো লকডাউন বাংলাদেশে চলবে না” বাউফলে ড. শফিকুল ইসলাম আওয়ামী লীগের লকডাউন ও নাশকতার প্রতিবাদে এনায়েতপুরে জামায়াতে ইসলামীর মহড়া জাবিতে বাড়ানো হলো বিভাগ ভিত্তিক আসন সংখ্যা সিলেটে বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালান জব্দ জাবির ১৫ নং ছাত্রী হলে নবীনবরণ, হল সংসদ অভিষেক ও বিদায় সংবর্ধনা কুবির বিজয়-২৪ হলে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আওয়ামীলীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে, কুমিল্লা জেলা জাতীয় ছাত্র শক্তি “মশাল মিছিল” বিলাইছড়ি’র ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা দুপুর আড়াইটায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্বর রাজবাড়ীতে বিষাদ সিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ‘ঢাকা লকডাউন’ ঘোষণার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল অবহেলা আর কষ্টের প্রতিচ্ছবি: পটুয়াখালী কলাপাড়া হাসপাতালের এক অসহায় জীবন মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইন্জিনিয়ার ফাহিম চৌধুরীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণ

পাঁচ দফা দাবিতে বাঘাইছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নোমাইনুল ইসলাম , বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদর মসজিদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহম্মেদ। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আবছার হোসেন ও পৌর বায়তুলমাল সম্পাদক মাওলানা মোহাম্মদ আফসার উদ্দিন।

এ সময় স্বাগত বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি জাফর আহম্মেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মশিউর রহমান। এছাড়াও বক্তব্য দেন উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ডাঃ সরদার আব্দুর রহিম, ইসলামী ছাত্র শিবির সভাপতি মোঃ ইউসুফ, উপজেলা যুব ও ক্রীড়া সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, পৌর জামায়াতের সভাপতি মোঃ নেয়ামত উল্লাহ। সমাপনী বক্তব্য দেন উপজেলা আমীর মাওলানা কবির আহম্মেদ।

বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান অবিলম্বে কেন্দ্র ঘোষিত ৫ দফা মেনে নিয়ে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য।
৫ দফা দাবিগুলো হলো—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিতকরণ।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

বক্তারা অভিযোগ করেন, অতীতে প্রচলিত নির্বাচনী পদ্ধতিতে ক্ষমতায় আসা দলগুলো একসময় স্বৈরাচারী হয়ে উঠেছে। তাই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পিআর পদ্ধতিই সর্বোত্তম সমাধান। এ পদ্ধতি বাস্তবায়ন হলে কালো টাকার ব্যবহার, ভোটকেন্দ্র দখল, পেশিশক্তির প্রভাব ও অনিয়ম-অপতৎপরতা রোধ হবে বলে তারা দাবি করেন। একইসঙ্গে মানসম্মত সংসদ ও দক্ষ আইনপ্রণেতা তৈরির সুযোগ সৃষ্টি হবে এবং প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হবে।

বক্তারা আরও জানান, দেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। তাই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে অবিলম্বে ৫ দফা বাস্তবায়নের আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তারা জনগণকে এই দাবির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩