বুধবার, ০২ Jul ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
বর্তমান জাবি প্রশাসন ফ্যাসিবাদী হয়ে উঠেছে: অধ্যাপক ড. গোলাম রব্বানী দেশ গড়তে জুলাই পদযাত্রায় গাইবান্ধায় এনসিপির নেতৃবৃন্দ নজরুল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলন ও অবস্থান কর্মসূচি ‎চালের অস্বাভাবিক মূল্য বাড়ায় বরিশালে মানববন্ধন শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার ২ মুরাদনগরে ধর্ষণের ঘটনায় সংখ্যালঘু নারীর বাড়িতে ছুটে গেলেন সাবেক এমপি “কায়কোবাদ” কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির প্রেস ব্রিফিং দুমকীতে বীর মুক্তিযোদ্ধার বাসায় দুর্ধর্ষ ডাকাতি বেরোবিতে হঠাৎ বাড়ল সেমিস্টার ফি, শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও স্মারকলিপি প্রদান বাজেট ঘাটতির অজুহাতে আটকে আছে ঢাকাগামী বাস মাভাবিপ্রবি’র ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলাম জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু সৈয়দপুর ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত মাভাবিপ্রবি’র ক্যাফেটেরিয়ায় পর্দাব্যবস্থা দাবি করে প্রশাসনের দ্বারে নারী শিক্ষার্থীরা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দৈনিক যুগের আলো পত্রিকায় ২৯ জুন ৩ এর পাতায় রুহিয়ায় পশু চিকিৎসার আড়ালে যৌন হয়রানির অভিযোগ ও একুশে ট্রিবিউন অনলাইন পত্রিকায় প্রকাশিত ‘যৌন নিপীড়নের অভিযোগে লাখ টাকায় নীরব সমাধান ন্যায়বিচার হারালো ভুক্তভোগী নারী। সহ একাধিক অনলাইন, সোস্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে সংবাদটি প্রকাশ হয়। যে সংবাদটি ভিত্তিহীন ও সঠিক নয় বলে দাবি করে প্রতিবাদ জানিয়েছেন পশু চিকিৎসক সুভাস চন্দ্র রায়

প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন,

১। একুশে ট্রিবিউন অনলাইনে….

গত কয়েকদিন পূর্বে সুবাস ডাক্তার পার্শ্ববর্তী ইউনিয়নের দানোভিটা গ্রামে “আব্দুর রশিদ” এর বাড়িতে আসে বকেয়া টাকা চাইতে। এসময় বাড়িতে ছিল তার বাক প্রতিবন্ধী নাতনী “রুপা” ও নাত বউ “হাসি”। বাড়িতে পুরুষ না থাকায় সেই সুযোগে সুবাস “আব্দুর রশিদ” এর বাড়িতে গিয়ে “রুপা” কে একপর্যায়ে অশালীন প্রস্তাব দেয় এবং কি গায়ে অসৎ উদ্দেশ্য হাত দেন। “রুপা” এর কোলে ছিলো তার ৬/৭ মাসের শিশু। সুবাস রুপাকে নিয়ে টানাটানি করেছে বলে “রুপা” ইশারা ইঙ্গিতে সাংবাদিক কে জানান। “রুপা” আরো বলেন আমি চিৎকার করিলে এবং জোর করে বাইরে বেড়িয়ে আসলে সুবাস পালিয়ে যায়।

২। দৈনিক যুগের আলো পত্রিকায়…

সুবাস নিজেকে ‘বিশেষজ্ঞ পশু চিকিৎসক’ পরিচয়ে বিভিন্ন গ্রামে গিয়ে চিকিৎসা সেবা দেওয়ার নামে নারীদের সঙ্গে অসভ্য আচরণ ও শারীরিকভাবে হয়রানি করে। সম্প্রতি প্রতিবন্ধী গৃহবধূ জানান, গত কয়েকদিন পূর্বে সুবাস ডাক্তার পার্শ্ববর্তী ইউনিয়নের ডানোভিটা গ্রামে “ক” এর বাড়িতে আসে বকেয়া টাকা চাইতে। এসময় বাড়িতে ছিল তার বাক প্রতিবন্ধী নাতনী “খ” ও নাত বউ “গ”। বাড়িতে পুরুষ না থাকায় সেই সুযোগে সুবাস “ক” এর বাড়িতে গিয়ে “খ” কে একপর্যায়ে অশালীন প্রস্তাব দেয় এবং কি গায়ে অসৎ উদ্দেশ্য হাত দেন। “খ” এর কোলে ছিলো তার ৬/৭ মাসের শিশু। সুবাস “খ”কে নিয়ে টানাটানি করেছে বলে “খ” ইশারা ইঙ্গিতে সাংবাদিক কে জানান। “খ” আরো বলেন আমি চিৎকার করিলে এবং জোর করে বাইরে বেড়িয়ে আসলে সুবাস পালিয়ে যায়। এই ধরনের কোন কিছুই হয়নি। অথচ সংবাদে মনগড়া মিথ্যা তথ্য দিয়ে পশু চিকিৎসকের সুনাম বিনষ্ট করা হয়েছে। যে টি কখনোই সত্যি নয় আর আমি কোন নারীকেই যৌন নিপিড়ন করিনি কখনো। তাই এই মিথ্যা ভিক্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই পশু চিকিৎসক।

প্রতিবেদকের বক্তব্যঃ গত ২৫শে জুন বুধবার আনুমানিক দুপুর ১২:০০ থেকে ১২:৩০ মিনিটে এক অচেনা নম্বর থেকে ফোন আসলে ও ফোনে বলা হয় যে একটি গরু গাভী অসুস্থ আর সেটার চিকিৎসা তাড়াতাড়ি দিতে হবে বলে আমাকে যায়তে বলে আমি তাড়াতাড়ি সেই খানে যায় আর সে খানে গিয়ে আমাকে পরিকল্পিত ভাবে আমাকে ফাঁসানো হয়। এই ঘটনায় যেটা সত্যি নয়।

এছাড়াও তিনি আরো বলেন, পরিকল্পিত ঘটনাটির সুষ্ঠু বিচারের জন্য জননেতা জনাব মির্জা ফয়সাল আমিনের কাছে আমি লিখত দরখাস্ত দেই এবং তিনি সঠিক বিচারের মাধ্যমে ন্যায়ের দিকে নিয়ে যাবে এমন প্রত্যাশা করি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩