বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিএনপির শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে, গাঁজাসহ ৪ জন আটক বাউফলে গণভোটের প্রচারণায় উঠান বৈঠক ও ভোটকেন্দ্র পরিদর্শন ঢাকায় থাকা অবস্থায় লক্ষ্মীপুরে আগুনে পুড়ল বসতঘর জয়পুরহাটে প্রশ্ন ফাঁসের ঘটনায় একজন গ্রেফতার ছাত্র অধিকারের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হলেন জবির মনিরুজ্জামান মনির জৈন্তাপুরে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাউফলে নবগঠিত যুবদলের মতবিনিময় ও দোয়া মিলাদ অনুষ্ঠিত নিকাব নিয়ে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদে জাবিতে ইসলামি ছাত্রী সংস্থার মানববন্ধন নতুন ঠিকানায় পিবিআই ময়মনসিংহ জেলা ও বিভাগীয় কার্যালয় স্থানান্তর কুবিস্থ চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফুল-ফয়সাল শেরপুর-১ আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীকে বহিষ্কার স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা স্পষ্টের দাবিতে জাবির প্রাণরসায়ন সংসদের মানববন্ধন শেরপুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ হলেন বানেশ্বর সরকারি কলেজের প্রফেসর ড. মোঃ শওকত আলী বরগুনায় নিজ ঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় স্লিপার বাসের সুপারভাইজার নিহত, আহত ৫ ‎চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা: কেমন ভিসি চান তারা?

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধিঃ

শিক্ষা মন্ত্রণালয়ের ভিসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ভিসির রূপরেখা তুলে ধরেছেন। বিগত পাঁচজন ভিসির কেউই শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে পারেননি অভিযোগ করে, তারা এমন একজন ভিসি চান যিনি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবিগুলো পূরণে সক্ষম হবেন।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মোঃ ইফতেখার রহমান বলেন, তারা এমন ভিসি চান যিনি বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্যময় পরিবেশে দৃঢ়তার সাথে টিকে থেকে সুদূরপ্রসারী পরিকল্পনা ও সকলের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। তিনি আশা করেন, আগামীর ভিসির হাত ধরে বরিশাল বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে উপরে উঠে আসবে এবং ক্যাম্পাসে ন্যায়, মানবিকতা, আনন্দ ও সাফল্য বিরাজ করবে।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম জানান, ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অনেক ভিসি এলেও অবকাঠামো ও শিক্ষার মানের তেমন উন্নয়ন হয়নি। নতুন ভিসি এসে উন্নয়নের আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। তিনি এমন একজন ভিসি প্রত্যাশা করেন, যিনি শিক্ষার্থীদের প্রত্যাশা বুঝতে পারবেন, তাদের সাথে নিয়ে সমস্যার সমাধান করবেন এবং সর্বদা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সচেষ্ট থাকবেন।

একই বিভাগের আরেক শিক্ষার্থী রবিউল খান সেশনজট নিরসন, দ্রুত ফলাফল প্রকাশ, নিয়মিত ক্লাস এবং ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান। তিনি রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসন, খাবার ও নিরাপত্তার মতো মৌলিক সমস্যা সমাধানে ভিসির অভিভাবকসুলভ ভূমিকা আশা করেন। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগকেও তিনি অগ্রাধিকার দিতে বলেন

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাহীন একজন দায়িত্ববান ও জবাবদিহিমূলক ভিসি চেয়েছেন, যিনি শিক্ষার্থীদের চাওয়াকে গুরুত্ব দেবেন এবং একাডেমিক ও প্রশাসনিক লাল ফিতার দৌরাত্ম্য দূর করবেন। তিনি দলনিরপেক্ষ একজন ভিসির কথা বলেন, যিনি কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করে ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট শোষণহীন মুক্ত পরিবেশ সংরক্ষণ করবেন। এছাড়াও, তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন ভিসির কাছে পতিত ফ্যাসিস্ট সরকারের সহযোগী ও সহচরদের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি জানান।

উল্লেখ্য, গত ১৩ই মে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫ম ভিসি অধ্যাপক ড. সুচিতা শরমিনকে অপসারণ করা হয়। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩