বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড যথাযথ মর্যাদায় পালিত হলো ভোলাহাটে জুলাই শহিদ দিবস আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে এফএইচ এসোসিয়েশনের মশারি বিতরন বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৫ পালিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কটিয়াদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে কারফিউ জারি কটিয়াদীতে জাতীয় ফল মেলার উদ্বোধন ববিতে জুলাই শহীদের স্মরনে কালোব্যাজ ধারন ও বৃক্ষরোপন কর্মসূচি পটুয়াখালী দুমকিতে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফস ক্লাইমেট অ্যাকশন প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত যথাযথ মর্যাদায় জুলাই শোক দিবস পালন করলো নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচবিবিতে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দুমকিতে অবকাঠামো থাকলেও নেই শিক্ষক-শিক্ষার্থী দুমকিতে বিএমএসএফ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে স্মরণসভা অনুষ্ঠিত প্রভাষক পদে নিয়োগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ও ৭ দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ বন্দর অবকাঠামো উন্নয়নে সিঙ্গাপুরকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা করলেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শরীয়তপুরের গোসাইরহাটে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা: কেমন ভিসি চান তারা?

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধিঃ

শিক্ষা মন্ত্রণালয়ের ভিসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ভিসির রূপরেখা তুলে ধরেছেন। বিগত পাঁচজন ভিসির কেউই শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে পারেননি অভিযোগ করে, তারা এমন একজন ভিসি চান যিনি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবিগুলো পূরণে সক্ষম হবেন।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মোঃ ইফতেখার রহমান বলেন, তারা এমন ভিসি চান যিনি বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্যময় পরিবেশে দৃঢ়তার সাথে টিকে থেকে সুদূরপ্রসারী পরিকল্পনা ও সকলের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। তিনি আশা করেন, আগামীর ভিসির হাত ধরে বরিশাল বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে উপরে উঠে আসবে এবং ক্যাম্পাসে ন্যায়, মানবিকতা, আনন্দ ও সাফল্য বিরাজ করবে।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম জানান, ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অনেক ভিসি এলেও অবকাঠামো ও শিক্ষার মানের তেমন উন্নয়ন হয়নি। নতুন ভিসি এসে উন্নয়নের আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। তিনি এমন একজন ভিসি প্রত্যাশা করেন, যিনি শিক্ষার্থীদের প্রত্যাশা বুঝতে পারবেন, তাদের সাথে নিয়ে সমস্যার সমাধান করবেন এবং সর্বদা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সচেষ্ট থাকবেন।

একই বিভাগের আরেক শিক্ষার্থী রবিউল খান সেশনজট নিরসন, দ্রুত ফলাফল প্রকাশ, নিয়মিত ক্লাস এবং ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান। তিনি রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসন, খাবার ও নিরাপত্তার মতো মৌলিক সমস্যা সমাধানে ভিসির অভিভাবকসুলভ ভূমিকা আশা করেন। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগকেও তিনি অগ্রাধিকার দিতে বলেন

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাহীন একজন দায়িত্ববান ও জবাবদিহিমূলক ভিসি চেয়েছেন, যিনি শিক্ষার্থীদের চাওয়াকে গুরুত্ব দেবেন এবং একাডেমিক ও প্রশাসনিক লাল ফিতার দৌরাত্ম্য দূর করবেন। তিনি দলনিরপেক্ষ একজন ভিসির কথা বলেন, যিনি কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করে ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট শোষণহীন মুক্ত পরিবেশ সংরক্ষণ করবেন। এছাড়াও, তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন ভিসির কাছে পতিত ফ্যাসিস্ট সরকারের সহযোগী ও সহচরদের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি জানান।

উল্লেখ্য, গত ১৩ই মে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫ম ভিসি অধ্যাপক ড. সুচিতা শরমিনকে অপসারণ করা হয়। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩