সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কলাপাড়ার পশ্চিম লোন্দা গ্রামে টেকসই বেড়িবাঁধের দাবীতে ভেলায় ভেসে সংবাদ সম্মেলন কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশনে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা জয়পুরহাটে জনদুর্ভোগ লাঘবে জামায়াতের নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন দুমকিতে সাবেক ছাত্রলীগ সভাপতি শফিক খান গ্রেফতার সন্দ্বীপে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইয়াবাসহ গ্রেফতার জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত আমতলীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে ৫৫ হাজার শিশু পাবে বিনা মূল্যে টিকা সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র কারিগর সোহেল মাদকসহ গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে পত্নীতলায় মানববন্ধন চরভদ্রাসন থানায় দালালমুক্ত পুলিশি সেবা: ওসিরজিউল্লাহ খানের ঘোষণা সড়কের জায়গা লিজ দেয়ার প্রতিবাদে পরিবহন শ্রমিক, ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বৃষ্টির মধ্যেও জনতার ঢল মরহুমা নার্গিস বেগমের জানাযা অনুষ্ঠিত শাহজাদপুরে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত রাজশাহী ডিভিশনাল কমিউনিটির নতুন কমিটি গঠন বিএনপি নেতার আবেদনের প্রেক্ষিতে মোকামতলা পৌরসভা গঠনের পরিকল্পনা উঠতি মধ্যবিত্ত তরুণরা সব সময় স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করেছেন: ফারুক ওয়াসিফ মাছের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে সাবেক এমপির ছেলে আটক শিবগঞ্জে পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ১৭ আগষ্ট

ফুলবাড়ীতে গরুর ল্যাম্পি স্কিন রোগের প্রকোপ, দিশেহারা কৃষক

জাহাঙ্গীর আলম , ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দেখা দিয়েছে গরুর ল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগের প্রাদুর্ভাব। এ রোগে অনেক কৃষকের গরু আক্রান্ত হয়েছে। রোগাক্রান্ত গরুর চিকিৎসায় মোটা অংকের টাকা খরচ করতে হচ্ছে কৃষকদের। তারপরও ক্ষয়ক্ষতির হাত থেকে রেহাই মিলছে না তাদের। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে আক্রান্ত ও মারা যাওয়া গরুর সংখ্যা। এমন পরিস্থিতিতে গরু নিয়ে দিশেহারা অবস্থা কৃষকের।

উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের তথ্য মতে, উপজেলায় খামারি ও প্রান্তিক কৃষকের মিলিয়ে গরুর সংখ্যা ৬৭ হাজার। উপজেলার সর্বত্র ল্যাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিনই গড়ে চার থেকে পাঁচজন রোগাক্রান্ত গবাদি পশু নিয়ে পশু হাসপাতালে আসছেন। তবে উপজেলায় কি পরিমান গরু এ রোগে আক্রান্ত এবং এখন পর্যন্ত কতটি গরু মারা গেছে তার নির্দিষ্ট কোন তথ্য মেলেনি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে।

উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রায় কৃষকের বাড়িতে গরু ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত। এ রোগের কবল থেকে গরু বাঁচাতে অনেকেই স্থানীয় কবিরাজ ও হাতুড়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। প্রান্তিক কৃষকরা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবারে এ রোগের প্রাদুর্ভাব ব্যাপক আকার ধারণ করেছে। রোগাক্রান্ত গরু মারা যাচ্ছে। আক্রান্ত গরুর চিকিৎসা চললেও দ্রুতই স্বাস্থের অবনতি ঘটছে। আর এ রোগের চিকিৎসা চলমান রাখতে খরচ হচ্ছে মোটা অংকের টাকা।

ঘোগারকুটি গ্রামের কৃষক মোঃ শরিফুল ইসলাম বলেন, “ঈদের আগে আমার গরুর ল্যাম্পি স্কিন রোগ দেখা দেয়। স্থানীয় পশু ডাক্তার ডেকে চিকিৎসা নিচ্ছি। এখন পর্যন্ত চিকিৎসায় তিন হাজার টাকার মতো খরচ হয়েছে। তারপরও খুব একটা উন্নতি দেখছি না, দ্রতই গরুর স্বাস্থ্যের অবনতি হচ্ছে। এদিকে আশপাশে অনেকের গরু মারা যাচ্ছে। আমার এলাকার নজরুল ইসলামের ১টি, ফখর উদ্দিন মাস্টারের ১টি, আবুল হোসেন ১টি ও আনোয়ার হোসেনে ১টি গরু মারা গেছে। কমবেশি সবার গরু আক্রান্ত। আমার গরুটি নিয়ে আতঙ্কে আছি।”

একই এলাকার কৃষক রফিকুল ইসলাম জানান, তার চারটি গরুর মধ্যে দুইটি গরু রোগাক্রান্ত। স্থানীয় পশু ডাক্তারের চিকিৎসা নিয়েও গরুর তেমন একটা উন্নতি হয়নি। এখন তিনি কবিরাজের শরণাপন্ন হয়েছেন।

 

উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের কৃষাণী হাছনা বেগম বলেন, “আমার মোট চারটি গরু। সপ্তাহ খানেক আগে একটি গরুর গায়ে ফোস্কা দেখা দেয়। এলার্জি হয়েছে ভেবে ডাক্তার ডাকিনি। পরে গরুর মুখে ঘা হয়, পা ফুলে যায়। অবস্থা খারাপ হলে গ্রাম্য ডাক্তার ডাকি। ডাক্তার এসে দেখে বলে এ রোগের নাম ল্যাম্পি স্কিন ডিজিজ। গরুটির চিকিৎসায় পাঁচ হাজার টাকা খরচ করি। তাতেও কোন কাজ হয়নি গরুটি মরেছে। বাকি গরুগুলো নিয়ে চরম দুঃশ্চিন্তায় আছি।”
আরেক কৃষক আলী আহম্মদ জানান, তার চারটি গরুর মধ্যে দুইটি গরু ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় একটি মারা গেছে। আক্রান্ত বাকি গরুটি মুমূর্ষু অবস্থায় আছে। অপর গরু দুটি কখন যে আক্রান্ত হয় সেই শঙ্কা জেগেছে তার মনে। চিকিৎসা করেও গরু বাঁচাতে না পেরে হতাশ তিনি।

শাহ বাজার এলাকার কৃষক নজরুল ইসলাম জানান, তার পাঁচটি গরুর মধ্যে একটি বাছুর গরু ল্যাম্পি আক্রান্ত হয়ে মারা গেছে। ওনার প্রতিবেশি আরও দুই জনের দুটি বাছুর গরু মারেছে। তিনি আরও জানান, গরমের আগে তিনি চারটি গরুকে ভ্যাকসিন দিয়েছেন। এরপর থেকে গরুগুলো এখন পর্যন্ত সুস্থ আছে। ল্যাম্পি প্রতিরোধে সবাই যদি গরুকে ভ্যাকসিন দিত তাহলে এ রোগ এতো ছড়াতো না।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক জানান, উপজেলায় খামারিদের তুলনায় প্রান্তিক কৃষকদের গরু ল্যাম্পি স্কিন রোগে বেশি আক্রান্ত হচ্ছে। রোগাক্রান্ত পশুর সুচিকিৎসায় কালক্ষেপণ ও একেবারে চরমপর্যায়ে চিকিৎসা নিতে আসায় পশু মৃত্যুর সংখ্যা বাড়ছে। এজন্য মাঠ পর্যায়ে উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের সচেতন করা হচ্ছে। গরুর সুচিকিৎসার জন্য উপজেলা প্রাণি সম্পদ দপ্তরে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩