সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি শিক্ষার্থীদের মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত শেরপুর-২ আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থীর কৃষকদের সঙ্গে মতবিনিময় শেরপুরের নকলায় থানায় ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় ৫ জনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের কার্যক্রম স্থগিতের নির্দেশনা নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার জাবিতে হল কক্ষে মাদক সেবনরত অবস্থায় আটক ৩ কুড়িগ্রামে নানান আয়োজনে নবান্ন উৎসব-১৪৩২ উদযাপন হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল হিজলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু তথ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠন : ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা টানা পঞ্চমবার জন্ম-মৃত্যু নিবন্ধনে প্রথম দুমকি উপজেলা লংগদুতে জনশ্রোতে পরিনত দীপেন দেওয়ান’র মতবিনিময় সভা কুড়িগ্রামের রাজারহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত দুই মাসে ডেঙ্গুতে কুয়াকাটায় ৯ জনের মৃত্যু, ফগিং অভিযান শুরু পোস্টাল ভোটিং জটিল হলেও বাংলাদেশ চ্যালেঞ্জটি নিতে যাচ্ছে : সিইসি পূবাইলে বার্ষিক পরীক্ষার সময়ে বাউল গানের অনুমতি দিবেনা প্রশাসন কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার স্মরণসভা‍য় মাদ্রাসা ও পাঠাগার প্রতিষ্ঠার আহ্বান বাউফলে ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাছ চেনানো, কুইজ ও শপথ পাঠে মুখর বরিশালের আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয়

পরিবেশ রক্ষায় শিশুদের হাতে তুলে দেওয়া হলো গাছের চারা

বরিশাল সদর প্রতিনিধিঃ

বরিশাল সদর উপজেলার কাউনিয়া বিসিক রোডে অবস্থিত আদর্শ পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কর্মশালা প্রকৃতির জন্য শিশুরা’ অনুষ্ঠিত হয়েছে।

২০২৫ সালের ১৯ অক্টোবর আয়োজিত এ কর্মশালাটি আয়োজন করে মিশন গ্রিন বাংলাদেশ এবং তত্ত্বাবধান করে প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশন। কর্মশালায় কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সিফাত ই মঞ্জুর রোমান।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রকৃতি, প্রাণী ও পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা। এতে শিশুদের গাছ লাগানোর গুরুত্ব, প্লাস্টিক দূষণের ক্ষতি, পরিবেশবান্ধব জীবনযাপনের উপায় এবং নবায়নযোগ্য শক্তির (সৌর ও বায়ুশক্তি) প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় গাছ চেনানো কার্যক্রম, কুইজ প্রতিযোগিতা এবং প্রকৃতি রক্ষার প্রতিজ্ঞা পর্ব। কুইজে বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ২৫টি ফলজ ও বনজ গাছের চারা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

কর্মশালার কো-অর্ডিনেটর ও প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ সিফাত ই মঞ্জুর রোমান বলেনঃ প্রকৃতি রক্ষার শিক্ষাটা ছোটবেলা থেকেই শিশুদের মনে গেঁথে দিতে হবে। আজকের এই শিশুরাই আগামী দিনের পরিবেশ যোদ্ধা। আমরা চাই, তারা যেন প্রকৃতিকে ভালোবাসে, গাছ লাগায় এবং অন্যদেরও উদ্বুদ্ধ করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বলেন: এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের শুধু জ্ঞান দেয় না, তাদের মধ্যে দায়িত্ববোধও তৈরি করে। শিশুরা যদি ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি যত্নবান হয়, তবে ভবিষ্যতে একটি সবুজ ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা সম্ভব।
একজন শিক্ষার্থী আনন্দ প্রকাশ করে বলেন:আজ আমরা জেনেছি গাছ লাগানো কত গুরুত্বপূর্ণ। আমি প্রতিজ্ঞা করেছি, আমি নিজে গাছ লাগাবো এবং আমার বন্ধুদেরও গাছ লাগাতে উদ্বুদ্ধ করবো।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা “সবুজ পৃথিবীর শপথ” পাঠের মাধ্যমে পরিবেশ রক্ষায় একসঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩