বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক শৈলকুপায় অবৈধ ইটভাটায় অভিযান : ২০ লাখ টাকা জরিমানা চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

কুবিতে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডের রেজিস্ট্রেশন শুরু

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হাল্ট প্রাইজ ২০২৫-২৬ এর অন ক্যাম্পাস রাউন্ডের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ২৫ অক্টোবর (শনিবার) ষষ্ঠ বারের মতো শুরু হওয়া এই আয়োজনের রেজিস্ট্রেশন চলবে আগামী ০৬ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত।

আয়োজক কমিটির ক্যাম্পাস ডিরেক্টর আনিকা তাবাসুম সাদিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, এবার হাল্ট প্রাইজের থিম হচ্ছে ‘আনলিমিটেড’, অর্থাৎ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ১৭টি গোলের যেকোনো এক বা একাধিক গোলের সমন্বয়ে একটি বিজনেস আইডিয়া একটি টিম উপস্থাপন করতে পারবে।

এবারের হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রতিযোগিতা তিনটি ধাপে অনুষ্ঠিত হবে—‘আইডিয়া সাবমিশন’, ‘ক্লোজড-ডোর পিচ’ ও ‘গ্র্যান্ড ফিনালে’। প্রথম রাউন্ড সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হবে, এবং দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডগুলো অফলাইনে হবে। প্রতিযোগিতায় প্রতিটি দল থেকে সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ চারজন সদস্য অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিযোগিতার সময়সূচি অনুযায়ী, ৮ নভেম্বর প্রথম অনলাইন সেশন অনুষ্ঠিত হবে। এরপর ৯ থেকে ১১ নভেম্বর প্রথম অনলাইন রাউন্ড বা আইডিয়া সাবমিশন অনুষ্ঠিত হবে। ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় অনলাইন সেশন। ১৬ থেকে ২২ নভেম্বর দ্বিতীয় রাউন্ড বা ক্লোজড-ডোর পিচ অফলাইনে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ২৭ নভেম্বর তৃতীয় অনলাইন সেশন অনুষ্ঠিত হবে এবং ২৮ নভেম্বর চতুর্থ সেশন অফলাইনে অনুষ্ঠিত হবে। সবশেষে ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।

ক্যাম্পাস ডিরেক্টর আনিকা তাবাসুম সাদিয়া বলেন, “হাল্ট প্রাইজের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের নতুন ধারণা নিয়ে ভাবতে উৎসাহিত করা। সেই লক্ষ্যেই আমরা বিভিন্ন সেশন ও সেমিনারের আয়োজন করছি। আগামী ৩০ অক্টোবর একজন বিশেষজ্ঞ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) ১৭টি লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এছাড়া ১ নভেম্বর ন্যাশনাল টিমের সদস্যরা হাল্ট প্রাইজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেবেন।”

তিনি আরও বলেন, “হাল্ট প্রাইজ মূলত সামাজিক উন্নয়নভিত্তিক উদ্যোগকে উৎসাহিত করে। তাই আমরা কিছু সামাজিক প্রকল্প নিয়েও কাজ করার পরিকল্পনা করেছি। এবারের মূল লক্ষ্য থাকবে শিক্ষার্থীদের হাল্ট প্রাইজের কার্যক্রমে সম্পৃক্ত করা এবং তাদের এই প্রতিযোগিতায় আগ্রহী করা।”

উল্লেখ্য, প্রতিবছর বিশ্বের ১২১টি দেশের প্রায় ১,৫০০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নিজ নিজ প্রতিষ্ঠান থেকে বিজয়ী দলকে আঞ্চলিক বাছাই প্রক্রিয়ায় পাঠানো হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলকে এক মিলিয়ন (১০ লাখ) মার্কিন ডলার পুরস্কার হিসেবে দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩