রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ফরিদপুর ৪ টি আসনে জামায়াতের সব প্রার্থী চূড়ান্ত জামায়াতের কর্মীরা চাঁদাবাজি, মামলা-বাণিজ্য করে না: ডা. শফিকুর ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে যা বললেন জিএম কাদের ছাত্র-জনতার অভ্যুত্থান বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছেঃ ড. ইউনূস দেশত্যাগে নিষেধাজ্ঞা ইস্যুতে চমকপ্রদ তথ্য দিলেন বিজয় শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবেও বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে ষড়যন্ত্র হচ্ছে – কামরুল হুদা পালিয়ে ভারত গিয়েছেন, আমরা মহাভারত রচনা করে দেবো : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলাল। চৌদ্দগ্রামে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া,ইট ব্যবহার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু শুক্রবার র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর রেকর্ডগড়া রান করেও বড় হার বাংলাদেশের ‘শিগগিরই’ নেতানিয়াহুর সঙ্গে বসবেন ট্রাম্প হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন : আন্দোলনে পুলিশকে গুলি করার নির্দেশ দেন রাজনৈতিক নেতারা সাত কলেজের শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা ন্যায়বিচারের স্বার্থে ভারত হাসিনাকে ফেরত পাঠাবে, আশা ক্যাডম্যানের

রেকর্ডগড়া রান করেও বড় হার বাংলাদেশের

ওয়ানডে সিরিজটা আশা জাগিয়েও জেতা হয়নি। টি-টোয়েন্টি সিরিজে ভালো কিছু করে সে জ্বালা ভোলার প্রত্যয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির ফিফটি আর দলের দারুণ ব্যাটিংয়ে কিছুটা আশাও জেগেছিল। তবে রেকর্ড গড়া ১৪৪ রান তুলেও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারতে হয়েছে সফরকারীদের।

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় স্কোরটা আজ গড়েছিল বাংলাদেশ। ৩ উইকেট খুইয়ে করেছিল ১৪৪ রান। এই রানটা এসেছে নিগারের দারুণ ইনিংসের সুবাদে। ৪০ বলে তিনি করেন ৫৩ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশি কারো সর্বোচ্চ টি-টোয়েন্টি ইনিংসও এটি। এর আগের সর্বোচ্চ ছিল ৩৯ রানের ইনিংস, সেটাও ছিল নিগারেরই।

নিগারের অষ্টম টি-টোয়েন্টি ফিফটির দিনে বাংলাদেশের অন্য ব্যাটাররাও মন্দ করেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান এসেছে শারমিন আক্তারের ব্যাট থেকে। তার সঙ্গে জুটি গড়েই নিগার বাংলাদেশকে দেন বড় পুঁজির দিশা। ৬২ বলে দুজনে যোগ করেন ৮২ রান। তাতেই বাংলাদেশ দেড়শ’ ছুঁইছুঁই স্কোর করে মাঠ ছাড়ে।

জবাবে উইন্ডিজ শুরু থেকেই চড়াও হয় বাংলাদেশের ওপর। কিয়ানা জোসেফ আর হেইলি ম্যাথিউসের উদ্বোধনী জুটিতে আসে ৫১ বলে ৬৩ রান। এরপর ফাহিমা খাতুন পরপর দুই ওভারে কিয়ানা আর শেমেইন ক্যাম্পবেলকে ফিরিয়ে বাংলাদেশকে কিছুটা আশা দিয়েছিলেন।

তবে চারে ব্যাট করতে আসা ডিয়ান্ড্রা ডটিনের অবিশ্বাস্য ইনিংস বাংলাদেশের সব আশার আলো নিভিয়ে দেয়। তিনি ২২ বলে করেন ৫১ রান। ওপাশে হেইলিও করেন ফিফটি। ওয়েস্ট ইন্ডিজ ১৯ বল হাতে রেখেই জিতে যায় তাতে।

ডিয়ান্ড্রার এই ফিফটি ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড ভেঙে দিয়েছে। ২০০৯ সালে নিজের গড়া ২২ বলে ফিফটির রেকর্ড ভেঙে আজ ২১ বলে তিনি করেছেন ফিফটি।

সংক্ষিপ্ত স্কোর–

  • বাংলাদেশ– ২০ ওভারে ১৪৪/৩ (নিগার ৫৩*, শারমিন ৩৭, সোবহানা ২২; ফ্রেজার ১/২৩)।
  • ওয়েস্ট ইন্ডিজ– ১৬.৫ ওভারে ১৪৫/২ (ম্যাথুস ৬০*, ডটিন ৫১*, জোসেফ ২৯; ফাহিমা ২/১৫)।
  • ফল– ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।
  • ম্যাচসেরা– ডিয়ান্ড্রা ডটিন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩