রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
বাঘাইছড়িতে বিজিবির বিশেষ অভিযানে অবৈধ কাঠ জব্দ স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ড থেকে রোগীর মোবাইল চুরি কটিয়াদীতে আল শিফা ইসলামী হসপিটালের উদ্বোধন পাঁচবিবিতে ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাইক্রোবাস অটোরিকশা সংঘর্ষে চালক নিহত কালকিনি উপজেলা প্রেসক্লাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সভাপতি আনোয়ার সম্পাদক শাহজালাল জয়পুরহাট সদর উপজেলায় ৭ টি গরু চুরি পাঁচবিবি চাইল্ডহোম প্রি-ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবীদের হাতে সনদ ও সম্মাননা প্রদান জাজিরায় বিএনপি নেতা হত্যা মামলার আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার মুরাদনগরে কবরস্থানের পাশে ড্রেজার ও পাইপ অপসারণ বেওয়ারিশ চিকিৎসা ও পূর্ণ বাসন কেন্দ্র অসহায় মানুষের আশ্রয় স্থল চৌদ্দগ্রামে বেড়াতে যাওয়া দম্পতির ঘরে আগুন, থানায় অভিযোগ বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল ভারতীয় সিগারেট জব্দ ১০০ বছরের ইতিহাসে শিবগঞ্জে প্রথম সনাতনী সমাবেশ প্রক্টরকে ‘অপদার্থ’ বললেন জাবি উপাচার্য খুবিতে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা শুরু চৌদ্দগ্রাম শিক্ষার গুনগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেয়ের মুখে কোরআন তেলাওয়াতে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন শ্যামল-সোনালী দম্পত্তি চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি চৌদ্দগ্রামে নগদের এসআর এর উপর কিশোর গ্যাং এর হামলা, গ্রেফতার-১

রেকর্ডগড়া রান করেও বড় হার বাংলাদেশের

ওয়ানডে সিরিজটা আশা জাগিয়েও জেতা হয়নি। টি-টোয়েন্টি সিরিজে ভালো কিছু করে সে জ্বালা ভোলার প্রত্যয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির ফিফটি আর দলের দারুণ ব্যাটিংয়ে কিছুটা আশাও জেগেছিল। তবে রেকর্ড গড়া ১৪৪ রান তুলেও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারতে হয়েছে সফরকারীদের।

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় স্কোরটা আজ গড়েছিল বাংলাদেশ। ৩ উইকেট খুইয়ে করেছিল ১৪৪ রান। এই রানটা এসেছে নিগারের দারুণ ইনিংসের সুবাদে। ৪০ বলে তিনি করেন ৫৩ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশি কারো সর্বোচ্চ টি-টোয়েন্টি ইনিংসও এটি। এর আগের সর্বোচ্চ ছিল ৩৯ রানের ইনিংস, সেটাও ছিল নিগারেরই।

নিগারের অষ্টম টি-টোয়েন্টি ফিফটির দিনে বাংলাদেশের অন্য ব্যাটাররাও মন্দ করেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান এসেছে শারমিন আক্তারের ব্যাট থেকে। তার সঙ্গে জুটি গড়েই নিগার বাংলাদেশকে দেন বড় পুঁজির দিশা। ৬২ বলে দুজনে যোগ করেন ৮২ রান। তাতেই বাংলাদেশ দেড়শ’ ছুঁইছুঁই স্কোর করে মাঠ ছাড়ে।

জবাবে উইন্ডিজ শুরু থেকেই চড়াও হয় বাংলাদেশের ওপর। কিয়ানা জোসেফ আর হেইলি ম্যাথিউসের উদ্বোধনী জুটিতে আসে ৫১ বলে ৬৩ রান। এরপর ফাহিমা খাতুন পরপর দুই ওভারে কিয়ানা আর শেমেইন ক্যাম্পবেলকে ফিরিয়ে বাংলাদেশকে কিছুটা আশা দিয়েছিলেন।

তবে চারে ব্যাট করতে আসা ডিয়ান্ড্রা ডটিনের অবিশ্বাস্য ইনিংস বাংলাদেশের সব আশার আলো নিভিয়ে দেয়। তিনি ২২ বলে করেন ৫১ রান। ওপাশে হেইলিও করেন ফিফটি। ওয়েস্ট ইন্ডিজ ১৯ বল হাতে রেখেই জিতে যায় তাতে।

ডিয়ান্ড্রার এই ফিফটি ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড ভেঙে দিয়েছে। ২০০৯ সালে নিজের গড়া ২২ বলে ফিফটির রেকর্ড ভেঙে আজ ২১ বলে তিনি করেছেন ফিফটি।

সংক্ষিপ্ত স্কোর–

  • বাংলাদেশ– ২০ ওভারে ১৪৪/৩ (নিগার ৫৩*, শারমিন ৩৭, সোবহানা ২২; ফ্রেজার ১/২৩)।
  • ওয়েস্ট ইন্ডিজ– ১৬.৫ ওভারে ১৪৫/২ (ম্যাথুস ৬০*, ডটিন ৫১*, জোসেফ ২৯; ফাহিমা ২/১৫)।
  • ফল– ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।
  • ম্যাচসেরা– ডিয়ান্ড্রা ডটিন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩