সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার এনায়েতপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চৌদ্দগ্রামে ঘুমের ঘরে ড্রাইভার মিলন নিহত বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় এনসিপি মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়ের অভিযোগ হাসিনা-রেহানার বিরুদ্ধে বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘গ্লোবাল স্ট্রাইকে’ সংহতি প্রকাশ, র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত ফিলিস্তিনিদের পক্ষে চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মার্কিন শুল্ক ইস্যুতে ৪৮ ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিলেন ড. ইউনূস অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকায় চৌদ্দগ্রামে দুই হোটেলকে জরিমানা শহিদ মিনারে ২ দফা দাবি নিয়ে ‘বিডিআর কল্যাণ পরিষদের’ অবস্থান জুলাই গণহত্যার দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক কামরুল হুদা, সদস্য সচিব ইঞ্জিঃ শাহ আলম

রেকর্ডগড়া রান করেও বড় হার বাংলাদেশের

ওয়ানডে সিরিজটা আশা জাগিয়েও জেতা হয়নি। টি-টোয়েন্টি সিরিজে ভালো কিছু করে সে জ্বালা ভোলার প্রত্যয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির ফিফটি আর দলের দারুণ ব্যাটিংয়ে কিছুটা আশাও জেগেছিল। তবে রেকর্ড গড়া ১৪৪ রান তুলেও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারতে হয়েছে সফরকারীদের।

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় স্কোরটা আজ গড়েছিল বাংলাদেশ। ৩ উইকেট খুইয়ে করেছিল ১৪৪ রান। এই রানটা এসেছে নিগারের দারুণ ইনিংসের সুবাদে। ৪০ বলে তিনি করেন ৫৩ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশি কারো সর্বোচ্চ টি-টোয়েন্টি ইনিংসও এটি। এর আগের সর্বোচ্চ ছিল ৩৯ রানের ইনিংস, সেটাও ছিল নিগারেরই।

নিগারের অষ্টম টি-টোয়েন্টি ফিফটির দিনে বাংলাদেশের অন্য ব্যাটাররাও মন্দ করেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান এসেছে শারমিন আক্তারের ব্যাট থেকে। তার সঙ্গে জুটি গড়েই নিগার বাংলাদেশকে দেন বড় পুঁজির দিশা। ৬২ বলে দুজনে যোগ করেন ৮২ রান। তাতেই বাংলাদেশ দেড়শ’ ছুঁইছুঁই স্কোর করে মাঠ ছাড়ে।

জবাবে উইন্ডিজ শুরু থেকেই চড়াও হয় বাংলাদেশের ওপর। কিয়ানা জোসেফ আর হেইলি ম্যাথিউসের উদ্বোধনী জুটিতে আসে ৫১ বলে ৬৩ রান। এরপর ফাহিমা খাতুন পরপর দুই ওভারে কিয়ানা আর শেমেইন ক্যাম্পবেলকে ফিরিয়ে বাংলাদেশকে কিছুটা আশা দিয়েছিলেন।

তবে চারে ব্যাট করতে আসা ডিয়ান্ড্রা ডটিনের অবিশ্বাস্য ইনিংস বাংলাদেশের সব আশার আলো নিভিয়ে দেয়। তিনি ২২ বলে করেন ৫১ রান। ওপাশে হেইলিও করেন ফিফটি। ওয়েস্ট ইন্ডিজ ১৯ বল হাতে রেখেই জিতে যায় তাতে।

ডিয়ান্ড্রার এই ফিফটি ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড ভেঙে দিয়েছে। ২০০৯ সালে নিজের গড়া ২২ বলে ফিফটির রেকর্ড ভেঙে আজ ২১ বলে তিনি করেছেন ফিফটি।

সংক্ষিপ্ত স্কোর–

  • বাংলাদেশ– ২০ ওভারে ১৪৪/৩ (নিগার ৫৩*, শারমিন ৩৭, সোবহানা ২২; ফ্রেজার ১/২৩)।
  • ওয়েস্ট ইন্ডিজ– ১৬.৫ ওভারে ১৪৫/২ (ম্যাথুস ৬০*, ডটিন ৫১*, জোসেফ ২৯; ফাহিমা ২/১৫)।
  • ফল– ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।
  • ম্যাচসেরা– ডিয়ান্ড্রা ডটিন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩