শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুবিতে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ কুবির ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ছাত্রীদের হলে ফার্স্ট এইড সামগ্রী বিতরণ কালাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের নতুন বিভাগীয় প্রধান বরিশাল নগরে ববি শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার ও মারধর আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ জয়পুরহাটের কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ছাড়পত্র ছাড়া পশু জবাইয়ে নিষেধাজ্ঞা চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ

মুরাদনগরে কবরস্থানের পাশে ড্রেজার ও পাইপ অপসারণ

মুরাদনগর প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সিংহাড়িয়া গ্রামের কবরস্থানের পাশে অবৈধভাবে স্থাপিত একটি ড্রেজার ও প্রায় এক হাজার ফুট পাইপ অপসারণ করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (২৮ আগস্ট ২০২৫) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসনের সূত্রে জানা যায়, কবরস্থানের পাশে দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এর ফলে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল এবং কবরস্থানের পবিত্রতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছিল। পাশাপাশি গ্রামবাসীর চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল এবং ভাঙন ও অন্যান্য ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছিল।

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতিতে ড্রেজার মেশিনটি অপসারণ করা হয় এবং প্রায় এক হাজার ফুট পাইপ জব্দ করে তুলে নেওয়া হয়। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। গ্রামবাসী প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানান, দীর্ঘদিন ধরে তারা ড্রেজারের কারণে ভোগান্তিতে ছিলেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, কবরস্থানের মতো সংবেদনশীল স্থানে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন কোনভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩