রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
বাঘাইছড়িতে বিজিবির বিশেষ অভিযানে অবৈধ কাঠ জব্দ স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ড থেকে রোগীর মোবাইল চুরি কটিয়াদীতে আল শিফা ইসলামী হসপিটালের উদ্বোধন পাঁচবিবিতে ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাইক্রোবাস অটোরিকশা সংঘর্ষে চালক নিহত কালকিনি উপজেলা প্রেসক্লাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সভাপতি আনোয়ার সম্পাদক শাহজালাল জয়পুরহাট সদর উপজেলায় ৭ টি গরু চুরি পাঁচবিবি চাইল্ডহোম প্রি-ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবীদের হাতে সনদ ও সম্মাননা প্রদান জাজিরায় বিএনপি নেতা হত্যা মামলার আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার মুরাদনগরে কবরস্থানের পাশে ড্রেজার ও পাইপ অপসারণ বেওয়ারিশ চিকিৎসা ও পূর্ণ বাসন কেন্দ্র অসহায় মানুষের আশ্রয় স্থল চৌদ্দগ্রামে বেড়াতে যাওয়া দম্পতির ঘরে আগুন, থানায় অভিযোগ বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল ভারতীয় সিগারেট জব্দ ১০০ বছরের ইতিহাসে শিবগঞ্জে প্রথম সনাতনী সমাবেশ প্রক্টরকে ‘অপদার্থ’ বললেন জাবি উপাচার্য খুবিতে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা শুরু চৌদ্দগ্রাম শিক্ষার গুনগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেয়ের মুখে কোরআন তেলাওয়াতে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন শ্যামল-সোনালী দম্পত্তি চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি চৌদ্দগ্রামে নগদের এসআর এর উপর কিশোর গ্যাং এর হামলা, গ্রেফতার-১

পরিচয় মিলেছে হাসনাত -সারজিসের গাড়িবহরে চাপা দেয়া ট্রাক মালিকের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সারজিস আলমের গাড়িবহরের একটি প্রাইভেটকারকে চাপা দেয়া ট্রাকটির মালিক একজন আওয়ামী লীগ নেতা। ওই নেতা শেখ হাসিনা সরকার পতনের পর থেকে পলাতক আছেন।

 

গতকাল বুধবার (২৭ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এ তথ্য জানান।

ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা, যা বললেন সারজিস-হাসনাত
তিনি অভিযোগ করে বলেন, তাদের নিয়ে ষড়যন্ত্র এখনো চলছে। বন্ধ হয়নি। হাসনাত ও সারজিসের গাড়িবহরে চাপা দেয়া ওই ট্রাকটি আরও দুইটি বাইকে চাপা দেয়। বাইক দুইটি আমাদের ছিল। আমাদের ভাইয়েরা ট্রাকটিকে বাধা দেয়ার চেষ্টা করছিল।

রাফি আরও বলেন, আমরা ট্রাকটিকে আটক করি। ওই ট্রাকটির চালক এবং হেলপারকে ধরে আমরা যখন জিজ্ঞেস করি গাড়িতে কেন চাপা দেয়া হলো? তখন তারা বলতে থাকেন- চাপা দিয়েছি, কি করবেন? মারবেন? মেরে ফেলেন। জেলে দেবেন? দেন।

তিনি বলেন, আমরা জানি না আমাদের নিরাপত্তা কতটুকু। দিন নাই, রাত নাই আমরা ছুটছি। যখন যেখানে সমস্যা হচ্ছে, আমরা যাচ্ছি এবং কথা বলছি। আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি। কিন্তু কিছু মহল শুরু থেকেই এখন পর্যন্ত আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে আছে। আর তারই প্রতিফলন আজ আপনারা দেখলেন।’

উল্লেখ্য, চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা ও কবর জেয়ারত করে ফেরার পথে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে হাসনাত ও সারজিসের গাড়িবহরের একটি প্রাইভেটকারকে চাপা দেয় ট্রাকটি।

প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। চাপা দেয়া ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে। আটক করা হয়েছে চালককেও। আটক ট্রাকচালকের নাম মুজিবর রহমান (৪০)। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর গ্রামে।

ট্রাকচালককে আটকের বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই হানিফ জানিয়েছেন, এখন ট্রাকচালক ও হেলপারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩