শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের নয় কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে ২১০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর তিনবীর লংগদু জোন।
সেনাবাহিনী জানায় রাতে সীমান্ত পার হয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট প্রবেশ করবে এমন সংবাদ পেয়ে লংগদু জোন কমান্ডার লে: কর্নেল মীর মোর্শেদ এর নির্দেশে মারিশ্যা দিঘিনালা সড়কের ৯ কিলোমিটার জুম্ববি আদাম এলাকায় দুরছড়ি সাব জোন কমান্ডার মেজর রিফাত এর নেতৃত্বে গোপনে অবস্থান নেয় সেনাবাহিনীর একটি বিশেষ দল। পরে দির্ঘক্ষণ অবস্থান করার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশপাশের এলাকায় তল্লাশি শুরু করে পরে সেনাবাহিনী অবস্থান টের পেয়ে সিগারেট ফেলে চোরাকারবারি দল পালিয়ে যায় পরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করতে সক্ষম হয়।
সেনাবাহিনীর জব্দকৃত সিগারেট এর আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা বলে জানাযায়।
উল্লেখ এর আগেও গত এক সাপ্তাহের ব্যাবধানে বিজিবি ও সেনাবাহিনী একাধিক বার অভিযান চালিয়ে আনুমানিক ৪০০ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ করে।
সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান ঠেকাতে পাহাড়ের প্রতিটি সীমান্তে নজরধারী বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও চিহ্নিত চোরাকারবারিদের আইনের আওতায় আনতেও ব্যাবস্থা নেয়া হবে বলে জানাযায় সেনাবাহিনী।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩