সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার এনায়েতপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চৌদ্দগ্রামে ঘুমের ঘরে ড্রাইভার মিলন নিহত বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় এনসিপি মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়ের অভিযোগ হাসিনা-রেহানার বিরুদ্ধে বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘গ্লোবাল স্ট্রাইকে’ সংহতি প্রকাশ, র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত ফিলিস্তিনিদের পক্ষে চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মার্কিন শুল্ক ইস্যুতে ৪৮ ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিলেন ড. ইউনূস অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকায় চৌদ্দগ্রামে দুই হোটেলকে জরিমানা শহিদ মিনারে ২ দফা দাবি নিয়ে ‘বিডিআর কল্যাণ পরিষদের’ অবস্থান জুলাই গণহত্যার দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক কামরুল হুদা, সদস্য সচিব ইঞ্জিঃ শাহ আলম

শেষ সেশনে ৭ উইকেটের পতন, বক্সিং ডে টেস্টে ১৮৪ রানে হার ভারতের

গ্যাবায় ড্র করে মেলবোর্ন টেস্ট খেলতে নেমেছিল ভারত। মেলবোর্ন বক্সিং ডে টেস্টে জেতা তো দুরের কথা, এবার সামান্য ড্র করতে পারল না ভারত।  প্রথম সেশনে উইকেটবিহীন থাকলেও, শেষ সেশনে ভারত হারিয়েছে একে একে ৭ উইকেট।

শেষ পর্যন্ত এই ম্যাচে রোহিত শর্মাদের ১৮৪ রানে হার।  ৫ ম্যাচের এই সিরিজে টিম ইন্ডিয়া ১-২ ব্যবধানে পিছিয়ে পড়ল।  এই হারে পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্নও কার্যত চুরমার হয়ে গেল।

মেলবোর্ন টেস্ট জয়ের জন্য ভারতের সামনে অস্ট্রেলিয়া লক্ষ্য  দেয় ৩৪০ রানের। হাতে ছিল একটা দিন। কিন্তু পঞ্চম দিন পুরো ব্যাট করে লড়তে পারেনি ভারতীয় ব্যাটিং অর্ডার।

ভারতীয়দের আশা ছিল, জিততে না পারলেও ম্যাচটা অন্তত ড্র হবে।  কিন্তু শেষপর্যন্ত তাও হল না।  মাত্র একটা সেশনের মধ্যে গোটা ছবিটা একেবারে বদলে গেল। তৃতীয় সেশন শুরু হওয়ার আগে ভারতের হাতে ৭ উইকেট বাকি ছিল।  আর ওই সেশনে অলআউট ভারত।

৩৩ রানে ২ উইকেট থাকা ভারত মাত্র ১৫৫ রানে গুটিয়ে যায়।  ভারতীয় ইনিংসে দুই অঙ্কের রান পেরোতে পেরেছেন মাত্র দুই জন।  যশস্বী জয়সয়াল ৮৪ রান করলেন ও ঋষভ পন্থ করেন ৩০ রান। এদের বাদ দিলে বাকি কেউ রান পাননি।

এর আগে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া করে ৪৭৪ রান। জবাবে ভারত করে ৩৬৯ রান। দ্বিতীয় ইনিংসে ২৩৪ রান তুলে ভারতকে ৩৪০ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া।

৪৯ ও ৪১ খরচায় দুই ইনিংসে ৩টি করে ৬ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন প্যাট কামিন্স।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩