বুধবার, ০২ Jul ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
বর্তমান জাবি প্রশাসন ফ্যাসিবাদী হয়ে উঠেছে: অধ্যাপক ড. গোলাম রব্বানী দেশ গড়তে জুলাই পদযাত্রায় গাইবান্ধায় এনসিপির নেতৃবৃন্দ নজরুল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলন ও অবস্থান কর্মসূচি ‎চালের অস্বাভাবিক মূল্য বাড়ায় বরিশালে মানববন্ধন শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার ২ মুরাদনগরে ধর্ষণের ঘটনায় সংখ্যালঘু নারীর বাড়িতে ছুটে গেলেন সাবেক এমপি “কায়কোবাদ” কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির প্রেস ব্রিফিং দুমকীতে বীর মুক্তিযোদ্ধার বাসায় দুর্ধর্ষ ডাকাতি বেরোবিতে হঠাৎ বাড়ল সেমিস্টার ফি, শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও স্মারকলিপি প্রদান বাজেট ঘাটতির অজুহাতে আটকে আছে ঢাকাগামী বাস মাভাবিপ্রবি’র ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলাম জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু সৈয়দপুর ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত মাভাবিপ্রবি’র ক্যাফেটেরিয়ায় পর্দাব্যবস্থা দাবি করে প্রশাসনের দ্বারে নারী শিক্ষার্থীরা

শেষ সেশনে ৭ উইকেটের পতন, বক্সিং ডে টেস্টে ১৮৪ রানে হার ভারতের

গ্যাবায় ড্র করে মেলবোর্ন টেস্ট খেলতে নেমেছিল ভারত। মেলবোর্ন বক্সিং ডে টেস্টে জেতা তো দুরের কথা, এবার সামান্য ড্র করতে পারল না ভারত।  প্রথম সেশনে উইকেটবিহীন থাকলেও, শেষ সেশনে ভারত হারিয়েছে একে একে ৭ উইকেট।

শেষ পর্যন্ত এই ম্যাচে রোহিত শর্মাদের ১৮৪ রানে হার।  ৫ ম্যাচের এই সিরিজে টিম ইন্ডিয়া ১-২ ব্যবধানে পিছিয়ে পড়ল।  এই হারে পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্নও কার্যত চুরমার হয়ে গেল।

মেলবোর্ন টেস্ট জয়ের জন্য ভারতের সামনে অস্ট্রেলিয়া লক্ষ্য  দেয় ৩৪০ রানের। হাতে ছিল একটা দিন। কিন্তু পঞ্চম দিন পুরো ব্যাট করে লড়তে পারেনি ভারতীয় ব্যাটিং অর্ডার।

ভারতীয়দের আশা ছিল, জিততে না পারলেও ম্যাচটা অন্তত ড্র হবে।  কিন্তু শেষপর্যন্ত তাও হল না।  মাত্র একটা সেশনের মধ্যে গোটা ছবিটা একেবারে বদলে গেল। তৃতীয় সেশন শুরু হওয়ার আগে ভারতের হাতে ৭ উইকেট বাকি ছিল।  আর ওই সেশনে অলআউট ভারত।

৩৩ রানে ২ উইকেট থাকা ভারত মাত্র ১৫৫ রানে গুটিয়ে যায়।  ভারতীয় ইনিংসে দুই অঙ্কের রান পেরোতে পেরেছেন মাত্র দুই জন।  যশস্বী জয়সয়াল ৮৪ রান করলেন ও ঋষভ পন্থ করেন ৩০ রান। এদের বাদ দিলে বাকি কেউ রান পাননি।

এর আগে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া করে ৪৭৪ রান। জবাবে ভারত করে ৩৬৯ রান। দ্বিতীয় ইনিংসে ২৩৪ রান তুলে ভারতকে ৩৪০ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া।

৪৯ ও ৪১ খরচায় দুই ইনিংসে ৩টি করে ৬ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন প্যাট কামিন্স।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩