রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা চৌদ্দগ্রামে দিনে-দুপুরে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি নজরুল বিশ্ববিদ্যালয়ে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক এর যাত্রা শুরু আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্র মহিপুরে গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ‎মোংলায় জাটকা সংরক্ষণ অভিযানে অবৈধ জাল জব্দ চবির ‘এ’ ইউনিটের ফল পুনরায় যাচাই, বদলাতে পারে মেরিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান গণভোট ও নির্বাচনের বার্তা নিয়ে ভোটের গাড়ি ত্রিশালে ত্রিশাল প্রবেশদ্বারে দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ, বদলে গেল চেহারা বাউফলে পুকুরে ডুবে দুই সন্তানের জননীর মৃত্যু ত্রিশালে ফুটপাত দখলমুক্ত করতে জরিমানা ও কড়া হুঁশিয়ারি ঈদগাঁওতে বিশেষ অভিযানে চুরি হওয়া গাভী উদ্ধার, একজন গ্রেপ্তার চৌদ্দগ্রামে ফ্রেন্ডস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা পুরস্কার বিতরণ কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত উত্তরা ট্রেজেডি মাঝখানে স্ত্রী, দুই পাশে স্বামী ও সন্তানকে নিয়ে চির নিদ্রায় শায়িত এক পরিবারের ৩ জন জৈন্তাপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা রামগতিতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার রামগতিতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার লক্ষ্মীপুরে সুষ্ঠু নির্বাচনের প্রতি সচেতনতার আহ্বান আশরাফ উদ্দিনের

মহিপুরে গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের মাঝে প্রচারণা এবং ভোটদানে উদ্বুদ্ধকরণে মহিপুরে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন এবং মহিপুর সমবায় ঋণদান ও সর্বোন্নতি বিধায়ক সমিতি লিমিটেড–এর আয়োজনে শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় মহিপুর এসআর ও এসবিএস লিমিটেডের অফিস কম্পাউন্ড চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হামিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী এবং মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী।

সভায় সভাপতিত্ব করেন মহিপুর এসআর ও এসবিএস লিমিটেডের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হামিদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচনের ভোটের পাশাপাশি ভোটাররা আরও একটি গুরুত্বপূর্ণ ভোট প্রদান করবেন, সেটি হলো গণভোট। তিনি গণভোটে অন্তর্ভুক্ত চারটি গুরুত্বপূর্ণ

প্রস্তাবের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন,
১. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই জাতীয় সনদে বর্ণিত প্রক্রিয়ায় গঠিত হবে।
২. আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধনে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন লাগবে।
৩. সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রপতির ক্ষমতাসহ জুলাই জাতীয় সনদে বর্ণিত ৩০টি বিষয়ে রাজনৈতিক দলগুলো বাস্তবায়নে বাধ্য থাকবে।
৪. জুলাই জাতীয় সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে।

আলোচনা শেষে তিনি উপস্থিত ভোটারদের এসব প্রস্তাবের প্রতি হ্যাঁ/না ভোটের মাধ্যমে মতামত প্রদানের আহ্বান জানান। পাশাপাশি বাল্যবিবাহ রোধ, মাদকমুক্ত উপজেলা গঠন এবং শিশুদের নিয়মিত স্কুলে পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান বলেন, “ইতিপূর্বে আপনারা জাতীয় নির্বাচনে একটি ভোট দিয়েছেন, কিন্তু আসন্ন নির্বাচনে দুটি ভোট দেবেন—একটি এমপি নির্বাচনের জন্য, অন্যটি রাষ্ট্র সংস্কারের জন্য গণভোটে।”

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম সোহাগ বলেন, “দেশের ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি আপনাদের হাতেই। রাষ্ট্র সংস্কারের জন্য সবাই হ্যাঁ ভোট প্রদান করবেন।” তিনি সভা সফল করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সকল অতিথিকে ধন্যবাদ জানান।

সভা শেষে মহিপুর সমবায় ঋণদান ও সর্বোন্নতি বিধায়ক সমিতি লিমিটেডের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হামিদ–কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩