রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন বিষয়ে জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহের ত্রিশালে পৌঁছেছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।
আজ ১৮ জানুয়ারি (রোববার) সকাল ১০টায় নির্বাচন বিষয়ক প্রচার-প্রচারণার অংশ হিসেবে গাড়িটি ত্রিশাল উপজেলার সরকারি নজরুল একাডেমীর মাঠে এসে পৌঁছায়।
বেলা ১১টা থেকে ভোটের গাড়ির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গণভোট, জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মাঠে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও তরুণ সমাজ স্বতঃস্ফূর্তভাবে এই প্রচারণায় অংশ নেন।
ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের ভূমিকা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসব প্রামাণ্যচিত্রের মাধ্যমে দেশের গণতান্ত্রিক আন্দোলন, মানবাধিকার লঙ্ঘন ও ন্যায়বিচারের দাবি তুলে ধরা হয়।
এছাড়াও সংস্কৃতি মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নির্মিত পাঁচটি পিএসএ/পিভিসি প্রদর্শনের মাধ্যমে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যাকাণ্ড, তরুণ ও নারীদের বঞ্চিত হওয়ার ইতিহাস তুলে ধরা হয়। গাড়ির অডিও-ভিজ্যুয়াল বার্তার মাধ্যমে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়।
ভোটের গাড়ির এই প্রচারণা কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন, উপজেলা শিক্ষা অফিসারসহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী বলেন,ভোটাধিকার সম্পর্কে জনগণকে সচেতন করতে এমন উদ্যোগ অত্যন্ত কার্যকর। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।”
স্থানীয়রা জানান, ভোটের গাড়ির মাধ্যমে এমন তথ্যভিত্তিক প্রচারণা নতুন প্রজন্মের মাঝে নির্বাচন ও গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি করছে।
উল্লেখ্য, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) সংসদীয় আসনকে কেন্দ্র করে ভোটগ্রহণের আগে এই ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে ধারাবাহিকভাবে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩