শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শ্রীপুরে কলেজের পাশে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার নওগাঁ জেলা কমিটি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণপদত্যাগ নওগাঁয় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাউফল নার্সিং ইনস্টিটিউট এর প্রতীকী পরিবর্তন অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জয়মনি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলিয়াস স্টোর ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অকাল মৃত্যু কুবিতে লাইলাতুল মিরাজ উপলক্ষে গাউসিয়া কমিটির দাওয়াতুল খায়ের ও শীতবস্ত্র বিতরণ মধ্যনগর সীমান্তে ভারতীয় গরু জব্দ ঐক্যবদ্ধ জাতিকে পরাজিত করা যায় না : নূরুল ইসলাম বুলবুল উত্তরায় অগ্নিকাণ্ডে চৌদ্দগ্রামের একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় কামরুল হুদার গভীর শোক প্রকাশ ‎কুবিতে আদিবাসী ছাত্র সংসদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত শেরপুর -২ আসনের আস্থা আর বিশ্বাসের পথে আব্দুল্লাহ বাদশা, মনোনয়ন বৈধ মুরাদনগরে সেফটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার একটি দল ইসলাম ধর্মকে পুজি করে মানুষকে বিভ্রান্ত করছে : আবু সাইদ চাঁদ ভোটের আগে কাবা ঘরে বাউফলবাসীর জন্য ড. মাসুদের বিশেষ দোয়া পাঁচবিবি পৌরসভার ৩নং ওয়ার্ডে জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন ত্রিশালে সরিষা ফুলের হাসিতে কৃষকের মুখে হাসি, বাম্পার ফলনের সম্ভাবনা জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির : শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় নিজ বসতবাড়ি থেকে প্রায় তিন কোটি টাকার অবৈধ মাদক হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি এব্রান আলী (৫৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-১।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৬) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৫ জানুয়ারি) রাত ১২টা ৩০ মিনিটে র‍্যাব-৫, সিপিসি-১-এর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন এলাকায় টহল শুরু করে। এ সময় গোপন সূত্রে তারা জানতে পারে, চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের বাসিন্দা এব্রান আলী নিজ বাড়িতে হেরোইন মজুদ করে রেখেছেন।

পরবর্তীতে রাত আনুমানিক ১টা ৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে এব্রান আলীকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা কাপড়ের বাজারের একটি ব্যাগ তল্লাশি করে ৩০টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে রাখা মোট ৩ দশমিক ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেফতারকৃত আসামি এব্রান আলী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব নিশ্চিত করেছে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩