রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মহিপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট জেলা জাতীয়তাবাদী প্রচার দলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল আত্রাইয়ে নিখোঁজের দেড় বছর পর সুমন হত্যার স্বীকারোক্তি, উদ্ধার দেহাবশেষ কুড়িগ্রাম-২ আসনে এবি পার্টি প্রার্থীর দিনভর লিফলেট বিতরণ ও গণসংযোগ স্বাবলম্বী না হওয়া পর্যন্ত বেকারদের মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে : জামায়াত আমির নওগাঁ-রাজশাহী মহাসড়কে যাত্রী হেনস্তার অভিযুক্ত হান্নান গ্রেফতার মুন্সীগঞ্জ পৌরবাসীর নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহে আধুনিকায়ন প্রকল্প ত্রিশালে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট পরিচালনা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ পুঠিয়ায় হলুদ চাষে বিপ্লব : ১০ কাঠা জমিতে ৯২ মন ফলন গোয়াইনঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭টি বসতঘর কুবিতে হাল্ট প্রাইজ বিজয়ী ‘টিম কাগজ ডট কম’ ত্রিশাল বাজারে কসমেটিকস ও ব্যাগের দোকানে অগ্নিকাণ্ড বাউফলে দাঁড়িপাল্লা প্রতীকের স্বাগত মিছিলে জনসমুদ্র পটুয়াখালী-২ আসনে ধানের শীষের পক্ষে কালাইয়ায় জনসমুদ্র বানেশ্বরে শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান ট্রাকের চাপায় ঝরে গেলো একটি তাজা প্রাণ দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা বাউফলে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত নলছিটিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

ময়মনসিংহে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই : রাতভর অভিযানে গ্রেফতার ৭

মোঃ মোস্তাকিম ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ মহানগরীর দিঘারকান্দা ফিশারি মোড় এলাকায় গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর বর্বরোচিত হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতভর নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে মূল আসামির পরিবার ও স্থানীয় সহযোগীরা রয়েছেন। তারা হলেন—এজাহারভুক্ত পলাতক আসামি আরিফুল ইসলামের বাবা সাগর আলী (৬১), ভাই এ কে এম রেজাউল করিম (৩৯), মো. নাজিম উদ্দিন (৩৭) ও তার ভাই মো. সুজন মিয়া (২৭), মো. খলিলুর রহমান (৪০), মো. নাজিম উদ্দিন (৪২) এবং জয়নাল উদ্দিন (৫২)। গ্রেফতারকৃতরা মূলত দিঘারকান্দা ও চর বড়বিলা এলাকার বাসিন্দা।

ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে দিঘারকান্দা ফিশারি মোড় এলাকায় একটি নিয়মিত মামলার আসামি আরিফুল ইসলামকে গ্রেফতার করতে যায় পুলিশের একটি দল। আসামি গ্রেফতারের পরপরই তার অনুসারী ও স্থানীয় একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পাঁচ পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আহতদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা ফরিদ আহমেদ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্য আহত সদস্যরা প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব।

পুলিশ সূত্রে জানা গেছে, এই হামলার ঘটনায় এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি নাজমুস সাকিব জানান, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশ সদস্যদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় জড়িত সাতজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামি আরিফুল ইসলামকে পুনরায় গ্রেফতার এবং হামলার সঙ্গে জড়িত বাকিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩