বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁওয়ে শহীদ ওসমান শরীফ হাদি হত্যার দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় শতশত ছাত্র জনতা ঈদগাঁও বাজার শাপলা চত্বর থেকে প্রজ্বলিত মশাল নিয়ে হাদি হত্যার বিচারের দাবিতে নানা স্লোগানে ডিসি সড়ক হয়ে মহাসড়কের বাসস্টেশনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন এনসিপি নেতা রহিম চৌধুরী, ছাত্রনেতা আদেল,অনলাইন প্রেসক্লাব সভাপতি মিছবাহ উদ্দিন ও মোহাম্মদ রাইহানসহ প্রমুখ।
অবিলম্বে জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চ এর মুখপাত্র ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী শক্তির আতঙ্ক শহীদ ওসমান শরীফ হাদীর হত্যাকারীদের গ্রেফতারে ব্যর্থ অন্তর্বতী সরকারের কঠোর সমালোচনা করে তারা বলেন, ‘‘এ বিচারে ব্যর্থ হলে আবারো জুলাইয়ের হুশিয়ারী সরকারকে।’’ তারা হত্যাকারী ও তাদের দোসরদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩