বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন? নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান : চেয়ারম্যান, মেম্বারের সিলমোহর উদ্ধার, একজনকে জরিমানা নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের বাসর রাতে মুখ ধোয়ার পর ‘বদলে গেল’ কনে, অতঃপর… মান্দায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, তিনজন আহত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পাঁচ শতাধিক ঘর বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন তসলিম তালুকদার লালমনিরহাটে ডিবি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ডিউক অব এডিনবার্গের গোল্ড অ্যাওয়ার্ড পেলেন চবি’র পাঁচ শিক্ষার্থী কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ বন্দির ভোট দেওয়ার আবেদন আমরা কোনো রাজনীতিক দলের তাঁবেদার নই আমরা একমাত্র আল্লাহ তাঁবেদার : ছারছিনা পীর জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা খুলনায় যৌথ বাহিনীর অভিযান : বিদেশি অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগাম

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ ভবর ও বিজ্ঞান অনুষদ ভবন সংলগ্ন মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৮ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি সাদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শুরু থেকেই শিক্ষার্থীবান্ধব। আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছি। আজকের অনুষ্ঠান এই ধারাবাহিকতারই একটা অংশ।

তিনি আরও বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তুমি যেমন একাডেমিক ক্যারিয়ার টা ভালো রাখবা, পাশাপাশি সৃজনশীল কিছু করার চেষ্টা করবা। নিজের দক্ষতা উন্নয়নে চেষ্টা করবা। তুমি শুধু পড়াশোনাই করলা,তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পুরো বেনিফিট টা পাবা না। বিশ্ববিদ্যালয় শেখার জায়গা। এখানে অনেক ভালোকিছু করা যায়,অনেক কিছু শিখতে পারবা। আর যেকোনো প্রয়োজনে আমাদের শিবিরের নেতাকর্মীরা তোমাদের পাশে আছেন,যেকোনো বিপদে-আপদে আমাদের পাশে পাবা, ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানের এক পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ‘উগ্রবাদী কার্যক্রমে শিবিরকে দেখছে এমন হয়তো কেউ বলতে পারবে না। বিভিন্ন টকশোতে বাম’রা বলে যে, শিবিরকে এখন যেমন দেখছেন ওরা আসলে এমন না। ওরা ভোট পাওয়ার জন্য ভালো সেজেছে৷ তারা দেখবেন উদাহরণ হিসেবে এমন একটা সময়ের কথা বলবে যেসময় আমাদের কারো জন্ম হয়নি। আবার বর্তমান প্রজন্মের মধ্যে যারা শিবিরের বিরোধিতা করে, তারা ভবিষ্যতে বলবে পরবর্তী প্রজন্মে যে,শিবির এখন ভালো হয়েছে, আগে অনেক খারাপ ছিল।’

নবীন শিক্ষার্থীদের জন্য ব্যাগ, ফুল, বই, প্যাড, কোরআন শরীফ, কলমদানি ও চাবির রিং, খাবার উপহার দেওয়া হয়। জব সেক্টরে কর্মরত শিবিরের সাবেক নেতারা ক্যারিয়ার গাইডলাইনে নিজেদের অভিজ্ঞতার আলোকে নবীনদের দিকনির্দেশনা দেন।

নবীন বরণ পেয়ে পপুলেশন সায়েন্স বিভাগের নবীন শিক্ষার্থী সাদিয়া সুলতানা প্রিমা বলেন, ‘শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আয়োজন করা এই অনুষ্ঠান ছিল অত্যন্ত সুন্দর এবং সুশৃংখল তাই আমরা সকলে ছাত্রশিবিরের প্রতি কৃতজ্ঞ। তারা আমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বাইরে যাওয়া এবং ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন। ভার্সিটির সকল শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে দুটি হাসপাতালে ৪০% চিকিৎসা ডিসকাউন্টের ব্যবস্থা করা হবে এবং শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ করানো হবে বলে আমাদের তারা আশ্বস্ত করেছেন।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩