বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চবিতে ছাত্রদল নেতা আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত কক্সবাজার বাসটার্মিনালে দুই যুবদল নেতার উপর প্রকাশ্যে গুলিবর্ষণ সিলেটের কোম্পানীগঞ্জে র‍‍্যাব ও পুলিশের পৃথক অভিযান: বিপুল পরিমাণ ফেন্সিডিল ও মদ উদ্ধার, আটক ১ সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৯২ হাজার প্রবাসীর নিবন্ধন বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে ভুয়া দুই সাংবাদিক আটক ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রদল নেতা আরিফুল ইসলামের মৃত্যু নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, প্রতিরোধ বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত চবি শাটল ট্রেন থেকে পড়ে ষাটোর্ধ ব্যক্তির মৃত্যু তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে বাসভর্তি ৯৬টি কম্বল জব্দ, দুইজন আটক নাসির নগরে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, বেশ কয়েকটি ফার্মেসীকে জরিমানা বানারীপাড়ায় পাঁচ নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ ‎‎চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন অদম্য নারী সুমিকে সম্মাননা-গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত

মনোনয়ন দৌড়ে নতুন বার্তা শিবচরে নাভীলার শক্তিশালী শোডাউন

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাদারীপুর-১ (শিবচর) আসনে ব্যাপক রাজনৈতিক উচ্ছ্বাস দেখা দিয়েছে। সেই উচ্ছ্বাসের ধারাবাহিকতায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও বর্তমান মনোনয়নপ্রত্যাশী নাভীলা চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে শিবচর পৌরসভা, মাদবরেরচর ও পাঁচ্চরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বড় ধরনের র‌যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নিয়ে নাভীলা চৌধুরী তার রাজনৈতিক যাত্রার গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো তুলে ধরেন। তিনি বলেন, ১৯৯৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলাম, সামান্য ভোটে হেরে যাই। ২০০১ সালে বিএনপি থেকে নমিনেশন পেলেও তা চলে যায়। পরে খালেদা জিয়া আমাকে আশ্বস্ত করেছিলেন এলাকায় কাজ করলে অবশ্যই মূল্যায়ন হবে। শিবচরের মানুষের ভালোবাসা আমাকে শক্তি দেয়। দলের প্রতি আমার দীর্ঘ ত্যাগ ও নিষ্ঠার মূল্যায়ন এবার হবে বলে বিশ্বাস রাখি।

তিনি আরও জানান, দীর্ঘ ১৮ বছর নানা সময় পরীক্ষা এলেও দল ছাড়েননি। শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন এবং ভবিষ্যতেও দলের সাথেই থাকবেন।

র‌যালি ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীদের উচ্ছ্বাস আর সাধারণ মানুষের উপস্থিতিতে গণসংযোগ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

স্থানীয়দের ভাষ্য, নাভীলা চৌধুরী বহুদিন ধরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য তার প্রতি মানুষের বিশ্বাস ও আস্থাও দিন দিন আরও বাড়ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—শিবচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ তোতা, সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান, শিবচর উপজেলা বিএনপির সদস্য বাকাউল করিম খান, যুবদল নেতা খলিলুর রহমান, সোহাগ বেপারীসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩